33 C
Dhaka
Sunday, May 28, 2023

কালীগঞ্জে ভাইয়ের হাতে ভাই খুন

মো.হাসমত উল্ল্যাহ, লালনিরহাট প্রতিনিধিঃ লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলায় জমি সংক্রান্ত বিরোধের জের ধরে বড় ভাই সোলেমান মিয়ার কুড়ালের আঘাতে ছোট ভাই আলকাত মিয়ার (৪২), মৃত্যু হয়েছে। এ ঘটনায় দুইজন আহত হয়েছেন।

(২৩শে মার্চ)২০২১ ইং মঙ্গলবার রাত ৯টার দিকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। এর আগে সন্ধ্যায় কালীগঞ্জ উপজেলার চলবলা ইউনিয়নের দুহলি গ্রামে এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, উপজেলার চলবলা ইউনিয়নের দেহলি গ্রামে ছোট ভাই আলকাত মিয়ার (৪২),সাথে দীর্ঘদিন ধরে বড় ভাই সোলেমান মিয়ার, জমিজমা নিয়ে বিরোধ চলে আসছিল। এর জেরে মঙ্গলবার দুপুরে জমি নিয়ে কথা কাটাকাটি এবং ধাক্কাধাক্কি হয়। এসময় স্থানীয়রা তাদের সরিয়ে দিলেও সন্ধ্যা সাড়ে ৬টার দিকে এ নিয়ে আবারও কথা কাটাকাটি হয়। এর একপর্যায়ে বড় ভাই সোলেমান মিয়া উত্তেজিত হয়ে ছোট ভাই আলকাত মিয়ার মাথায় কুড়াল দিয়ে আঘাত করে। এতে গুরুতর আহত অবস্থায় আলকাত মিয়া। তাকে স্থানীয়রা উদ্ধার করে প্রথমে কালীগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্স ভর্তি করায়। পরে সেখানে অবস্থার অবনতি হলে তাকে রংপুর মেডিকেল কলেজে নেয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত ৯টায় মৃত্যু হয়।নিহত আলকাত মিয়া,কালীগঞ্জ উপজেলার চলবলা ইউনিয়নের কিসামত দুহলি গ্রামের আব্দুল সালামের ছেলে।এ ঘটনায় নিহত আলকাত মিয়ার,ছেলে ও এক প্রতিবেশী হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।

কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) আরজু মোঃ সাজ্জাদ হোসেন, ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ বিষয়ে থানায় একটি হত্যা মামলা প্রস্তুতি চলছে এবং ঘটনার সাথে জড়িতদের আটকের চেষ্টা চলছে।

এ সম্পর্কিত আরও পড়ুন

Leave a Reply

লেখক থেকে আরো