কালীগঞ্জ প্রতিনিধি : ঝিনাইদহের কালীগঞ্জ পৌরসভার আসন্ন নির্বাচনে মেয়র পদে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী, বাংলাদেশ সেচ্ছাসেবক লীগ, কালীগঞ্জ উপজেলা শাখার সিনিয়র যুগ্ম আহবায়ক সাহেদ কবির লিমন নির্বাচনী গনসংযোগ করেছেন।
শুক্রবার সন্ধ্যায় কালীগঞ্জ পৌরসভার বিভিন্ন ওয়ার্ডের যুবক ও মুরব্বিদের সাথে তিনি মতবিনিময় করেন।এসময় তার সাথে ছিলেন কালীগঞ্জ উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক কাজী রিপন, বঙ্গবন্ধু সৈনিক লীগের সভাপতি তৌহিদ মালিতা ও সাধারণ সম্পাদক জহির রায়হান প্রমুখ।
গনসংযোগে সাহেদ কবির লিমন বলেন, পৌর নির্বাচনে দল তাকে মনোনয়ন দিলে ও এলাকাবাসীর ভোটে তিনি নির্বাচিত হলে কালীগঞ্জ পৌর এলাকার যানজট নিয়ন্ত্রণ, জলাবদ্ধতা নিরসন সহ পৌরসভার সার্বিক উন্নয়নে কাজ করবেন এবং মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বপ্নের ডিজিটাল বাংলাদেশ তৈরির পথে কালীগঞ্জ পৌরসভাকে এক রোল মডেল হিসাবে তুলে ধরবেন বলে আশাবাদ ব্যক্ত করেন।