33 C
Dhaka
Wednesday, June 7, 2023

কিমের শাসনের দশ বছর, উৎসবে মেতেছে উত্তর কোরিয়া

উত্তর কোরিয়ার ক্ষমতাসীন ওয়ার্কার্স পার্টির নেতা হিসেবে কিম জং উনের শাসনের দশ বছর পূর্ণ হয়েছে। এ উপলক্ষে দেশটিতে নেয়া হয়েছে ব্যাপক আয়োজন। সরকারি ও বেসরকারিভাবে নানা কর্মসূচী হাতে নেয়া হয়েছে। খবর বিবিসির

এসব কর্মসূচীর মধ্যে রয়েছে পারমানবিক অস্ত্রের উন্নয়নে তার নেতৃত্বের প্রশংসা, তার রাজনৈতিক অর্জনগুলো তুলে ধরা, নতুন ছবি উন্মোচন এবং প্রদর্শনী। এই বর্ষপূর্তিকে বর্ণিলভাবে উদযাপন করছে দেশটি।

২০১১ সালের ডিসেম্বরে তার বাবা কিম জং ইলের মৃত্যুর পর ক্ষমতায় আসেন কিম জং উন। ২০০৬ সালের পর থেকে এ পর্যন্ত পারমাণবিক অস্ত্রের ছয়টি পরীক্ষা চালিয়েছে দেশটি। এরমধ্যে চারটিই কিম জং উনের শাসনামলে।

এ উপলক্ষে রাজধানী পিয়ংইয়ংয়ে রাষ্ট্রীয়ভাবে একটি সভার আয়োজন করা হয়। পারমাণবিক অস্ত্রের প্রসার ঘটিয়ে দেশর প্রতিরক্ষা সক্ষমতা বাড়ানোর জন্য ন্যাশনাল এসেম্বলিতে কিমের নেতৃত্বের প্রশংসা করা হয়। ন্যাশনাল এসেম্বলির প্রধান চো রেয়ং হে বলেন, দেশের পারমাণবিক কর্মসূচী সম্পন্ন করার এক ঐতিহাসিক লক্ষ্য কিম জং উন শেষ পর্যন্ত অর্জন করেছেন।

দেশের সড়কেও সাধারণ মানুষ উৎসব ও নাচেগানে মেতে ওঠে। হাজার মানুষ জড়ো হন কিমকে স্বাগত জানাতে। উত্তর কোরিয়ার জন্মলগ্ন থেকেই দেশটির শাসন করছে কিম পরিবার।

তবে দেশটিতে বর্ষপূর্তির উৎসব এবারই প্রথম নয়। এর আগে কিমের দাদা ও উত্তর কোরিয়ার প্রতিষ্ঠাতা কিম ইল সাং ও তার বাবার জন্মবার্ষীকিতে ব্যাপক উৎসবে মেতে উঠেছিল উত্তর কোরিয়া।

এ সম্পর্কিত আরও পড়ুন

Leave a Reply

লেখক থেকে আরো