33 C
Dhaka
Sunday, May 28, 2023

কুড়িগ্রামের উলিপুর পৌরসভায় সরকারি কম্বল দিয়ে ধানের শীষের নির্বাচনী প্রচারনা?

কুড়িগ্রাম জেলা প্রশাসক কতৃক উলিপুর পৌরসভায় শীতবস্ত্র বিতরনের জন্য মোট দেড় লক্ষ টাকা বরাদ্দ করা হয়েছে।

উক্ত কম্বল বিএনপির মেয়র তারিক আবু আলা এবং উলিপুর উপজেলা বিএনপির সাধারন সম্পাদক বুলবুল আহাম্মেদ এর স্বাক্ষরকৃত স্লিপের মাধ্যমে অদ্য বিকেল ৫ ঘটিকা হইতে পৌরসভায় বিতরন শুরু হয়।

ধানের শীষে ভোট দেবেন এইমর্মে স্লীপ বিতরনের খবর পেয়ে সাধারণ মানুষজন পৌরসভা ঘেরাও করে।পরিস্থিতির অবনতি ঘটলে উলিপুর থানাপুলিশ ওসি তদন্ত রুহুল আমিনের নেতৃত্বে আনুমানিক রাত ৮টার সময় পৌরসভায় উপস্থিত হয়ে পৌরসভার বিক্ষুব্ধ জনগন কে শান্ত করতে সক্ষম হয়।

পৌরসভার স্টোরকিপার আব্দুল মতিন প্রতিবেদক কে জানান,অসহায় দরিদ্র শীতার্ত মানুষের জন্য সরকারি সহায়তা বরাদ্দপ্রাপ্ত দেড় লক্ষ টাকার পৌরসভার গঠিত ক্রয় কমিটি-১.মাহাবুবুল আলম-সহকারি প্রকৌশলী ২.শাহিনুর ইসলাম-উপ সহকারী প্রকৌশলী ৩.শৈলেন কুমার-উপ সহকারী প্রকৌশলী ৪.মোঃআনিছুর রহমান ভারপ্রাপ্ত মেয়র উলিপুর পৌরসভা।৫.মোঃ নাসির উদ্দিন সরদার,হিসাব রক্ষক দের মাধ্যমে ক্রয়কৃত ৩৫০ পিস কম্বল বুঝিয়া পান।

বিতরন এর তালিকা অনুযায়ী ঃ ৬নং ওয়ার্ডের কাশেম কমিশনার ২৪ পিস,২নং ওয়ার্ডের কমিশনার জমিদার ১৫ পিস,৭ নং ওয়ার্ডের কমিশনার ৪১ পিস বিতরনের পর মেয়র এবং উলিপুর উপজেলা বিএনপির সাধারন সম্পাদকের স্বাক্ষরকৃত মোট ৭ টি স্লিপ পৌরসভায় আসলে হঠাৎ পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠে।

সাধারন মানুষজনদের সাথে কথা বলে জানা যায় যে,ধানের শীষে ভোট দেবে এমন মানুষদের বেছে বেছে স্লিপ বিতরন করা হচ্ছে।

উলিপুর পৌরসভায় তপশিল ঘোষনা হয়ে গেছে আগামী ৩০ জানুয়ারি পৌর নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে নির্বাচনের আর মাত্র ১২ দিন বাকী।শেষ সময়ে এসে পৌরসভা কতৃপক্ষের এ ধরনের কুটকৌশলের বিরুদ্ধে পৌরবাসী ভিষন ভাবে ক্ষুদ্ধ,উক্ত ঘটনার বিচার দাবী করছেন সাধারন ভোটারগন।
এ প্রতিবেদন লেখা পর্যন্ত পুলিশ পৌরসভায় অবস্থান করছেন।

এ সম্পর্কিত আরও পড়ুন

Leave a Reply

লেখক থেকে আরো