33 C
Dhaka
Sunday, May 28, 2023

কুবিতে ছায়া জাতিসংঘ সংস্থার ১৭ সদস্যের নতুন কার্যনির্বাহী কমিটি ঘোষনা

মাঈনউদ্দীন হাসান, কুবি প্রতিনিধি: কুমিল্লা বিশ্ববিদ্যালয় ছায়া জাতিসংঘ সংস্থা (কুমিল্লা ইউনিভার্সিটি মডেল ইউনাইটেড নেশন্স এসোসিয়েশন) এর ২০২১-২২ সালের নতুন কার্যনির্বাহী কমিটির তালিকা প্রকাশিত হয়েছে। গত শুক্রবার (১৭ সেপ্টেম্বর) রাতে রায়হান আহমেদ এর সঞ্চালনায় এক অনলাইন মিটিংয়ে এ কমিটি ঘোষণা করা হয়।

কমিটিতে প্রেসিডেন্ট হিসেবে মনোনীত হয়েছেন অর্থনীতি বিভাগের ১১তম আবর্তনের শিক্ষার্থী রহমান ফায়াজ এবং জেনারেল সেক্রেটারী হিসেবে মনোনীত হয়েছেন আইন বিভাগের একই শিক্ষাবর্ষের শিক্ষার্থী ওয়াইদাতুল আকমাম তাসিন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ক্লাবটির উপদেষ্টা এবং মার্কেটিং বিভাগের সহযোগী অধ্যাপক মো. মঈনুল হাছান ও আইন বিভাগের সহকারী অধ্যাপক রোকসানা আকতার।

কমিটিতে মোট ১৬ টি পদে ১৭ জন সদস্য মনোনয়ন পেয়েছেন। অন্য সদস্যরা হলেন, জয়েন্ট সেক্রেটারী জিনাত সুলতানা ইভা, ট্রেজারার বিবি মারিয়া, অরগানাইজিং সেক্রেটারি পদে সাইরা কবির, হেড অব অ্যাডমিনিস্ট্রেশন হিসেবে আছেন আনিসুর রহমান, হেড অব ইভেন্টস পদে হাবিবুর রহমান, জয়েন্ট হেড অব ইভেন্টস হাসিন মাহতাব, হেড অব একাডেমিকস রায়হান আহমেদ, হেড অব মিডিয়া অ্যান্ড ডক্যুমেন্টেশন মো. মাঈনুদ্দিন ভূঁইয়া, জয়েন্ট হেড অব মিডিয়া অ্যান্ড ডক্যুমেন্টেশন আশিকুল ইসলাম।

এছাড়াও, হেড অব প্রেস অ্যান্ড পাবলিকেশন্স হুমায়রা কবির, হেড অব পাবলিক রিলেশন্স ইমাম হোসাইন, জয়েন্ট হেড অব পাবলিক রিলেশন্স ফাহমিদা তাসনিম তিন্নি, জয়েন্ট হেড অব পাবলিক রিলেশন্স সানজানা বিনতে ইসলাম, হেড অব এক্সটার্নাল অ্যাফেয়ার্স নাঈমুর রহমান এবং জয়েন্ট হেড অব পাবলিক রিলেশন্স রিয়াজুল আমিন।

উল্লেখ্য, কুমিল্লা বিশ্ববিদ্যালয় ছায়া জাতিসংঘ এর আনুষ্ঠানিক যাত্রা শুরু হয় ২০১৮ সালে। কমিটির নবনির্বাচিত সদস্যরা আগামী একবছরের জন্য তাদের দায়িত্ব পালন করে যাবেন।

এ সম্পর্কিত আরও পড়ুন

Leave a Reply

লেখক থেকে আরো