কুষ্টিয়ায় বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙ্গার প্রতিবাদে ঈশ্বরদী ছাত্রলীগের বিক্ষোভ মিছিল ও পথসভা অনুষ্ঠিত।
ঈশ্বরদী প্রতিনিধিঃ জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নির্মাণাধীন ভাস্কর্য ভাঙ্গার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে এবং জড়িতদের দ্রুত গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বিক্ষোভ মিছিল ও পথসভা করেছে ঈশ্বরদী উপজেলা- পৌর-কলেজ ছাত্রলীগ নেতৃবৃন্দ ।
রোববার (৬ ডিসেম্বর) বিকেল ৫ টায় ঈশ্বরদী শহরের পোস্ট অফিস মোড় থেকে বিক্ষোভ মিছিলটি শহর প্রদক্ষিণ করে কেন্দ্রীয় বাসটার্মিনালে গিয়ে শেষ হয়। এবং পথসভায় নেতৃবৃন্দরা বক্তব্য রাখেন।
উক্ত পথসভায় বক্তব্যে রাখেন, ঈশ্বরদী পৌর যুবলীগের সাধারন সম্পাদক আরিফুল ইসলাম লিটন,উপজেলা ছাত্রলীগ সভাপতি রাকিবুল হাসান রনি, সাধারন সম্পাদক সুমন দাস, পৌর ছাত্রলীগ সভাপতি আবুল কালাম আজাদ, সাধারন সম্পাদক নুরুল ইসলাম শাওন, ঈশ্বরদী সরকারী কলেজ ছাত্রলীগ সভাপতি খন্দকার আরমান।
উপজেলার ৭ টি ইউনিয়নের সভাপতি,সম্পাদক সহ পৌর ৯ টি ওয়ার্ডের সভাপতি,সম্পাদক সহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এদিকে জাতির জনকের নির্মাণাধীন ভাস্কর্য ভাঙ্গার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে এবং জড়িতদের দ্রুত গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়ে পৃথক পৃথক বিক্ষোভ মিছিল করেছে পাকশি রেলওয়ে শ্রমিকলীগ, ঈশ্বরদী রেলওয়ে শ্রমিকলীগ,জাতীয় রিকশা-ভ্যান শ্রমিকলীগ, ঈশ্বরদী উপজেলা শাখার নেতৃবৃন্দ।