রাজশাহীর চারঘাটে চতুর্থ ধাপের নির্বাচনে কেন্দ্রে অস্থিরতা সৃষ্টি চেষ্টার অভিযোগে উপজেলা ভাইস-চেয়ারম্যান গোলাম কিবরিয়া বিপ্লবসহ আটজনকে আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-৫)। এ সময় তাদের কাছ থেকে নুড়ি পাথর ও দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়।
রোববার (২৬ ডিসেম্বর) দুপুর ২টার দিকে শলুয়া ইউনিয়নের হলিদাগাছী দ্বিমুখী উচ্চ বিদ্যালয় ভোটকেন্দ্রের পার্শ্ববর্তী এলাকা থেকে তাদের আটক করা হয়।
চারঘাট মডেল থানার ডিউটি অফিসার সহকারী পরিদর্শক এসআই আনোয়ারুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন।
তিনি বলেন, উপজেলা ভাইস চেয়ারম্যানসহ আটজনকে আটক করেছে র্যাব। পরে তাদের থানায় সোপর্দ করা হয়েছে। এ ঘটনায় র্যাব বাদী হয়ে থানায় মামলা করবে। মামলার বিষয়টি প্রক্রিয়াধীন।