33 C
Dhaka
Wednesday, June 7, 2023

কোটচাঁদপুর সিগারেটের পরিবর্তে কার্টুনে ইট

কোটচাঁদপুর সিগারেটের পরিবর্তে কার্টুনে ইট

আব্বাস আলী। ঝিনাইদহ

ঝিনাইদহের কোটচাঁদপুরে প্রতারণার ফাঁদে পড়ে ডার্বি সিগারেটের কার্টুন খুলে মিললো ইট। গত মঙ্গলবার এ ঘটনাটি ঘটেছে উপজেলার সাফদারপুর বাজারে।

সুত্রমতে, উপজেলার সাফদারপুর বাজারের মুদি দোকানি ওসমান আলী অধিক লাভের আশায় কোম্পানির ডার্বি সিগারেটের অর্ডার করেন চুয়াডাঙ্গার বিসমিল্লাহ নামের একটি দোকানে। এ দোকানের মালিক রোকন উদ্দিন। মঙ্গলবার তিনি ওই সিগারেটের কার্টুন ডেলিভারি করেন সাফদারপুর বাজারের ওসমানের মুদি দোকানে। দোকানের কর্মচারি পলিথিনে মোড়ানো কার্টুন খুলতেই দেখতে পায় ভিতরে খালি কার্টুন ও দুইটি ইট । এরপর হতাশ হয়ে খুঁজতে থাকে ওই ডেলিভারি ম্যানকে। ডেলিভারিম্যান ঘটনা জানতে পেরেই দ্রুত এলাকা ছাড়েন।

এ ব্যাপারে মুদি দোকানি ওসমান আলী বলেন, বেশ কয়েকদিন আগে কোম্পানির থেকে একটু কম মূল্যে ডার্বি সিগারেট পাওয়ার আশায় মোবাইলে ফোনে রোকনের কাছে অর্ডার করি। মঙ্গলবার ডেলিভারি পাবার পর বেরিয়ে আসে এ দৃশ্য। কার্টুনে পাওয়া যায় দুইটি ইট। এ ছাড়া ছিল খালি কার্টুন। ওই সিগারেটের আনুমানিক বাজার মূল্য ৪০ হাজার টাকা।

কথা হয় বিসমিল্লাহ দোকানের মালিক ও ডেলিভারি ম্যান রোকনের সঙ্গে তিনি বলেন, আমিও তো পড়েছি বিপদে। কারন এটা আমি ফেসবুক পেজের একটা একাউন্ট থেকে ক্রয় করি। ওই প্যাকেটে কি আছে আমিও জানিনা।

এ ব্যাপারে সাবদারপুর পুলিশ ফাঁড়ীর ইনচার্জ এস আই অজিয়ার রহমানের সঙ্গে কথা হলে তিনি জানান,এ ধরনের ঘটনা আমার জানা নাই। এ ছাড়া কেউ কোন অভিযোগও করেনি

এ সম্পর্কিত আরও পড়ুন

Leave a Reply

লেখক থেকে আরো