33 C
Dhaka
Sunday, May 28, 2023

খুলনায় কঠোর বিধি নিষেধের প্রেক্ষিত দিনব্যাপী মোবাইল কোর্টের অভিযান

আহাদ শিকদার, খুলনা সদর:- মহানগরে ২৯ মামলায় ৩৩ জনের ২৩১০০ টাকা জরিমানা।

দেশব্যাপী করোনা সংক্রমণের হার দ্রুত বেড়ে যাওয়ার প্রেক্ষিতে আজ থেকে সারাদেশে কঠোর বিধি-নিষেধ আরোপিত হয়েছে। সমগ্র দেশের ন্যায় খুলনা জেলাতেও সরকারি নির্দেশনা যথাযথভাবে বাস্তবায়নে আজ সকাল থেকেই মহানগর ও উপজেলায় ১৩ জন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে মোবাইল কোর্ট পরিচালিত হচ্ছে।

খুলনায় কঠোর বিধি নিষেধের প্রেক্ষিত দিনব্যাপী মোবাইল কোর্টের অভিযান
খুলনা শহরের রাস্তায় কেও নেই বললেই চলে।ছবি:- আহাদ শিকদার।

খুলনা মহানগরীর বিভিন্ন পয়েন্টে স্বাস্থ্যবিধি প্রতিপালন ও কঠোর বিধি নিষেধ নিশ্চিতকরণে এখন পর্যন্ত মোবাইল কোর্ট পরিচালনাকালে খুলনা মহানগরে মোট ২০টি মামলায় ২০ জনকে ৭,৯০০/- টাকা জরিমানা করা হয়েছে। উপজেলাগুলোতে স্ব স্ব উপজেলা নির্বাহী অফিসার ও এসিল্যান্ডদের নেতৃত্বে অভিযান চলমান রয়েছে।

অভিযানে পুলিশ, আনসার, বিজিবি, সেনাবাহিনীসহ সকল সংশ্লিষ্ট আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে নিরলস পরিশ্রম চালিয়ে যাচ্ছে।

এ সম্পর্কিত আরও পড়ুন

Leave a Reply

লেখক থেকে আরো