33 C
Dhaka
Sunday, May 28, 2023

খুলনা বিভাগে করোনায় মৃত্যু হাজার ছাড়াল, শনাক্তে রেকর্ড

সোমবার (২৮ জুন) পর্যন্ত খুলনায় করোনায় মৃতের সংখ্যা এক হাজার ছাড়িয়েছে। একইসঙ্গে শনাক্তের সংখ্যাও ছাড়িয়েছে ৫৩ হাজার। এদিকে গত ২৪ ঘণ্টায় করোনায় বিভাগের ৩০ জনের মৃত্যু হয়েছে। এসময়ে নতুন করে রেকর্ড ১ হাজার ৪৬৪ জনের করোনা শনাক্ত হয়েছে।

বিভাগীয় স্বাস্থ্য অধিদফতরের পরিচালক রাশেদা সুলতানা এসব তথ্য নিশ্চিত করেছেন।

বিভাগীয় স্বাস্থ্য পরিচালকের দফতর সূত্রে জানা যায়, গত ২৪ ঘণ্টায় করোনায় বিভাগের কুষ্টিয়ায় সর্বোচ্চ ৯ জনের মৃত্যু হয়েছে। এছাড়া খুলনায় ছয়জন, মেহেরপুরে চারজন, ঝিনাইদহে চারজন, চুয়াডাঙ্গায় দুজন, বাগেরহাটে দুজন, যশোরে একজন, সাতক্ষীরার একজন ও নড়াইলে একজন মারা গেছেন করোনায় আক্রান্ত হয়ে।

উল্লেখ্য, খুলনা বিভাগে প্রথম করোনা রোগী শনাক্ত হয় চুয়াডাঙ্গায় গত বছরের ১৯ মার্চ। করোনা সংক্রমণের শুরু থেকে সোমবার সকাল পর্যন্ত বিভাগের ১০ জেলায় মোট করোনা শনাক্ত হয়েছে ৫৩ হাজার ৬৩১ জনের। আর আক্রান্ত হয়ে মারা গেছেন ১ হাজার ১১ জন। এসময় সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৩৬ হাজার ৯৭৮ জন।

এ সম্পর্কিত আরও পড়ুন

Leave a Reply

লেখক থেকে আরো