28 C
Dhaka
Sunday, March 26, 2023

গণপরিবহনে ছাত্র-ছাত্রীদের হাফ ভাড়ার দাবিতে নওগাঁয় মানববন্ধন

আতাউর শাহ্, নওগাঁ প্রতিনিধি: নওগাঁ শহরস্থ লিটন ব্রিজ সংলগ্ন মুক্তিযুদ্ধা ভাস্কর্যের সামনে সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট, নওগাঁ জেলা শাখার উদ্যোগে গণপরিবহনে নির্ধারিত সময় নয় সব সময় ছাত্র-ছাত্রীদের হাফ ভাড়ার দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়।
আজ ৫ ডিসেম্বর রবিবার বিকেল ৫ ঘটিকায় লিটন ব্রিজ সংলগ্ন মুক্তিযোদ্ধা ভাস্কর্যের সামনে মানববন্ধন কর্মসূচিতে সভাপতিত্ব করেন, সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের জেলা শাখার সভাপতি মিজানুর রহমান মিজান।
মানববন্ধনে বক্তা হিসেবে উপস্থিত ছিলেন, সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট জেলা শাখার সাধারণ সম্পাদক রোকনুজ্জামান শিশির, ছাত্র অভিভাবকবৃন্দ আমিনুল ইসলাম লিপু, প্রমুখ।
মানববন্ধন কর্মসূচিতে বক্তারা তাদের বক্তব্যে বলেন, সারা দেশে গণপরিবহনের নির্ধারিত সময় নয়, সব সময় ছাত্র-ছাত্রীদের হাফ ভাড়া নিশ্চিত করতে হবে, নির্ধারিত সময় ব্যতীত ছাত্ররা কি ছাত্র থাকেনা? নাকি কামলা হয়ে যায়, হাফ ভাড়া ভিক্ষা নয় ছাত্র-ছাত্রীদের ন্যায় সঙ্গত অধিকার। গণপরিবহনে ছাত্র-ছাত্রীদের হাফ ভাড়া ও নিরাপদ সড়কের দাবি জানিয়ে মানববন্ধন সমাপ্ত করেন।

এ সম্পর্কিত আরও পড়ুন

Leave a Reply

লেখক থেকে আরো