33 C
Dhaka
Sunday, May 28, 2023

গত ১১ দিনে ভারতে আটকে পড়া ১৩৩ জন যাত্রী দেশে ফিরেছেন।

কলকাতার বাংলাদেশ উপ- হাইকমিশন থেকে অনাপত্তিপত্র (এনওসি) ও করোনা টেস্টের নেগেটিভ সনদ পত্রনিয়ে ১১ দিনে ভারতে আটকেপড়া ১৩৩ জনযাত্রী(বাংলাদেশী) দিনাজপুর জেলার হিলি ইমিগ্রেশনচেকপোস্ট দিয়ে দেশে ফিরেছেন।

গত ১৯ মে থেকে ২৯মে পর্যন্ত ভারতের হিলি চেকপোস্টদিয়ে বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশ করেন এসবআটকেপড়া বাংলাদেশী যাত্রীরা।

হিলি ইমিগ্রেশনের ওসি সেকেন্দার আলী জানান, সকল প্রকার স্বাস্থ্যবিধি নিশ্চিত করে ভারতে আটকে পড়া বাংলাদেশী যাত্রীরা দেশে ফিরেছেন। ভারতের অভ্যন্তরে বাংলাদেশী যাত্রী যারা আটকা পড়ে আছে তাদেরকে পর্যায়ক্রমে নেওয়া হচ্ছে।

হাকিমপুর উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা.তৌহিদ আলহাসান জানান, হিলি চেকপোষ্ট দিয়ে ১১ দিনে আটকে পড়া মোট ১৩৩ জনের করোনা টেস্ট হয়েছে। তাদের মধ্যে ১ জনের করোনা পজেটিভ পাওয়া গেছে । তিনি দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিসাধীন রয়েছেন।

হাকিমপুর উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ নুর-এআলম বলেন, ভারত থেকে ফেরা বাংলাদেশীদের তৎক্ষনিক র‌্যাপিড এমটিআইজেইএন কিটসেরমাধ্যমে করোনা টেস্ট করানোর পর হাকিমপুর ওবিরামপুর উপজেলার কয়েকটি আবাসিক হোটেলে ১৪দিনের প্রাতিষ্ঠানিক কোয়ারেনটাইনে রাখা হয়েছে।

এছাড়া অন্যান্য রোগ আক্রান্তদের যেমন কিডনি ওলিভার ক্যান্সারে আক্রান্তদের দিনাজপুর এম আব্দুররহিম মেডিক্যাল কলেজ ও রংপুর মেডিক্যালে চিকিসারজন্য পাঠানো হয়েছে।

দৈনিক সত্যের সকাল – নুরুজ্জামান, (হাকিমপুর দিনাজপুর)

এ সম্পর্কিত আরও পড়ুন

Leave a Reply

লেখক থেকে আরো