28 C
Dhaka
Sunday, March 26, 2023

গবেষণায় আন্তর্জাতিক পুরস্কার পেলেন জবি অধ্যাপক ড. নূর মোহাম্মদ

নাজমুল হোসেন, জবি প্রতিনিধিঃ গবেষণায় বিশেষ অবদানের জন্য ইন্টারন্যাশনাল সায়েন্টিস্ট অ্যাওয়ার্ড অন ইঞ্জিনিয়ারিং, সাইন্স এন্ড মেডিসিন অ্যাওয়ার্ড -২০২১ পেয়েছেন জগন্নাথ বিশ্ববিদ্যায়ের মনোবিজ্ঞান বিভাগের চেয়ারম্যান জবির সাবেক প্রক্টর অধ্যাপক ড. নূর মোহাম্মদ।

ইন্টারন্যাশনাল এমন একটি অ্যাওয়ার্ড প্রাপ্তি প্রসঙ্গে জবি মনোবিজ্ঞান বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. নূর মোহাম্মদ মুঠোফোনে জানান, গবেষণায় একজন শিক্ষকের পিএইচডি সুপারভিশন, এমফিল, মাস্টার্সের সুপারভিশন, বই পাব্লিকেশণ,গবেষণায় ফান্ডিং এই সমস্ত কাজে অবদান রাখার জন্য তারা আমার রিসার্চ প্রোফাইল দেখে আমাকে সিলেকশন দিয়েছেন, এজন্য আমি তাদেরকে আন্তরিক ভাবে ধন্যবাদ জানাই। গবেষকদের মূল্যায়নের ভিত্তিতে এমন পুরস্কার দেওয়া খুবই গুরুত্বপূর্ণ কাজ। এতে যারা গবেষণা করতে চায় তারা ভবিষ্যতে আরো কাজ করতে আগ্রহী হয়। আন্তর্জাতিক এই কমিটি মূলত ইকোসিস্টেম, শিল্প একাডেমি, গবেষক, উদ্ভাবকদের প্রতি বছর এমন পুরস্কার দিয়ে থাকেন।

মনোবিজ্ঞান বিভাগের বর্তমান ও সাবেক শিক্ষার্থী সকলেই স্যারের এই পুরস্কার প্রাপ্তিতে অভিনন্দন জানাচ্ছেন।

পানিশাইল গণশ্বাস্থ্য কেন্দ্রে কর্মরত মনোবিজ্ঞান বিভাগের সাবেক শিক্ষার্থী সম্পদ মৃধা বলেন, আমাদের ডিপার্টমেন্টের স্যারের এই অর্জন সত্যিই আমাদের জন্য গর্বের বিষয় আমরা দোয়া করি স্যার যেন আরো কিছু কর‍তে পারে স্যারের জন্য শুভ কামনা থাকবে সবসময়।

এ সম্পর্কিত আরও পড়ুন

Leave a Reply

লেখক থেকে আরো