29 C
Dhaka
Saturday, March 25, 2023

গুচ্ছে থাকছে না জবি, চূড়ান্ত সিদ্ধান্ত সিন্ডিকেট সভায়

২০২২-২৩ শিক্ষাবর্ষে জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) গুচ্ছে থাকছে না, এ নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হবে পরবর্তী সিন্ডিকেট সভায়। জগন্নাথ বিশ্ববিদ্যালয় গুচ্ছে থাকা না থাকা নিয়ে বুধবার (১৫ মার্চ) ৬৪তম বিশেষ সিভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়, শিক্ষবৃন্দ সর্বসম্মতভাবে সিদ্ধান্ত জানায় জগন্নাথ বিশ্ববিদ্যালয় গুচ্ছে থাকবে না। চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে পরবর্তী সিন্ডিকেট সভায়। 

জানা যায় ৩৬ জনের মধ্যে ৩৪ জন শিক্ষক গুচ্ছ থেকে বের হয়ে যাওয়ার সিদ্ধান্ত জানিয়েছেন।

বুধবার (১৫ মার্চ) বিশ্ববিদ্যালয়ের উপাচার্য কনফারেন্স রুমে অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি ও সাধারণ সম্পাদক, রেজিস্ট্রার, প্রক্টরসহ ডিন ও সব ডিপার্টমেন্টের চেয়ারম্যানবৃন্দ উপস্থিত ছিলেন।

এর আগে জগন্নাথ বিশ্ববিদ্যালয় গুচ্ছে থাকা না থাকা দুইবার সভা হওয়ার কথা থাকলে তা অনুষ্ঠিত হয় আজ ১৫ মার্চ।

গুচ্ছর  বিশেষ সভা নিয়ে জবি শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক ড. লুৎফর রহমান জানান, আজকে অনুষ্ঠিত বিশেষ সভায় সকল শিক্ষকবৃন্দ গুচ্ছ থেকে বের হয়ে একক ভর্তি পরীক্ষা নেওয়ার পক্ষে মত দিয়েছেন। অতি দ্রুত সিন্ডিকেট সভা করে এ নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত আসবে।

গুচ্ছে নিয়ে শিক্ষকদের সর্বসম্মত সিদ্ধান্ত ও সিন্ডিকেট সভা নিয়ে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড.মো: ইমদাদুল হক জানান, আজকে একাডেমিক কাউন্সিলের  সভায় শিক্ষকবৃন্দ তাদের মতামত দিয়েছেন, পরবর্তী সিন্ডিকেট সভায় এ নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হবে।

নাজমুল হোসেন, জবি প্রতিনিধি।

এ সম্পর্কিত আরও পড়ুন

Leave a Reply

লেখক থেকে আরো