মিলন মাহমুদ, গুরুদাসপুর (নাটোর) প্রতিনিধি: চাল, ডাল, তেলসহ নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম বৃদ্ধির প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ করেছে গুরুদাসপুর শহর বিএনপি। ২৪ আগষ্ট বুধবার বিকেল ৪ টায় গুরুদাসপুর শহর বিএনপির আহবায়ক মশিউর রহমান বাবলুর সভাপতিত্বে দলীয় অস্থায়ী কার্যালয়ে ওই সমাবেশ অনুষ্ঠিত হয়।
পৌর বিএনপি নেতা মিলন মাহমুদের সঞ্চালনায় সমাবেশে বক্তব্য রাখেন, নাটোর জেলা বিএনপির আহবায়ক আলহাজ আমিনুল হক। অন্যদের মধ্যে উপস্থিত থেকে বক্তব্য রাখেন জেলা বিএনপির সদস্য আলহাজ শহিদুল ইসলাম বাচ্চু ও সাইফুল ইসলাম আলতাব, সাবেক সংসদ সদস্য বেগম সুফিয়া হক, জেলা স্বেচ্চাসেবক দলের সভাপতি আসাদুজ্জামান আছাদ, জেলা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক হাসান শরিফ চমক, গুরুদাসপুর পৌর বিএনপির সদস্য সচিব সুফি আবু সাইদ, যুগ্ম আহবায়ক জাহিদ মোল্লা, সাবেক সাংগঠনিক সম্পাদক দুলাল সরকার, নাজমুল করিম নজু প্রমুখ।
বিক্ষোভ সমাবেশে বক্তারা বলেন, বর্তমান সরকার তেল, সার, গ্যাসসহ নানা দ্রব্যমূল্যের বৃদ্ধি কিছুতেই নিয়ন্ত্রণ করতে পারছে না। দেশের বাজারে দ্রব্যমূল্যের দাম বৃদ্ধি পেয়েছে। অসহনীয় নিত্যপন্যের বাজারে সাধারণ মানুষ এ সরকার থেকে মুখ ফিরিয়ে নিয়ে বিএনপির দিকে চেয়ে আছে। দলের চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার মুক্তিসহ নিরপেক্ষ সরকারের অধিনে আগামী জাতীয় নির্বাচনের দাবিও করেন তারা।