28 C
Dhaka
Sunday, March 26, 2023

গুরুদাসপুরে ভার্চুয়ালী সেন্ট্রাল অক্সিজেন সরবরাহের উদ্বোধন

ভার্চুয়াল ভিডিও কনফারেন্স মাধ্যমে ওই সেন্ট্রাল অক্সিজেন সরবরাহের উদ্বোধন করেন,স্থানীয় সংসদ সদস্য নাটোর জেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব অধ্যাপক মো.আব্দুল কুদ্দুস।

শনিবার(২৬জুন) সকালে উপজেলা পরিষদের ১০লক্ষ টাকার অনুদানে ২৭ বেডের ওই সেন্ট্রাল অক্সিজেন সরবরাহ উদ্বোধন শীর্ষক ভার্চুয়াল ভিডিও কনফারেন্স অনুষ্ঠিত হয়। ভার্চুয়াল ওই ভিডিও কনফারেন্স সভাপতিত্ব করেন, উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো.তমাল হোসেন।

এসময় সংযুক্ত থেকে বক্তব্য রাখেন,প্রধান অতিথি স্থানীয় সংসদ সদস্য বীরমুক্তিযোদ্ধা আলহাজ্ব অধ্যাপক মো.আব্দুল কুদ্দস,উপজেলা চেয়ারম্যান মো. আনোয়ার হোসেন, নাটোর জেলা সিভিল সার্জন ডাক্তার কাজী মো. মিজানুর রহমান, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা (পঃপঃ)কর্মকর্তা ডাক্তার মো.মুজাহিদুল ইসলাম।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা (পঃপঃ)কর্মকর্তা ডাঃ মো.মুজাহিদুল ইসলাম জানান,উপজেলা প্রশাসনের অনুদানের সেন্ট্রাল অক্সিজেন সরবরাহের ২৭ বেডের মধ্যে করোনা ইউনিটের ৮ বেড ও সাধারন ইউনিটে ১৯ বেডে অক্সিজেন স্থাপনা করা হয়েছে।

তিনিও আরও জানান,করোনার দ্বিতীয় ধাপে ১২২০ নমুনা সংগ্রহে ২২৬জন করোনা শনাক্ত হয়েছে। ইতিমধ্যে শনাক্তের ১৩১জন সুস্থ হয়েছেন। শনাক্তের হার১৮%। করোনা পরিস্থিতি মোকাবেলায় সবধরনের প্রস্তুতি রাখা হয়েছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. তমাল হোসেন জানান, বৈশিক করোনা মোকাবেলায় স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসা সেবায় উপজেলা প্রশাসন সব সময় পাশে আছে এবং থাকবে। ইতিমধ্যে স্বাস্থ্য কমপ্লেক্সে কোভিড-১৯ মোকাবেলায় ১হাজার মাস্ক বিতরণ করা হয়েছে। উপজেলার মেইন মেইন পয়েন্টে করোনার র‌্যাপিড টেস্ট পরীক্ষা কেন্দ্র করার চিন্তা ভাবনা রয়েছে।

এ সম্পর্কিত আরও পড়ুন

Leave a Reply

লেখক থেকে আরো