29 C
Dhaka
Saturday, March 25, 2023

গৃহহীন পরিবার পুর্নবাসন কার্যক্রমের উদ্বোধন উপলক্ষে সংবাদ সম্মেলন।

দেশের সকল ভুমিহীন ও গৃহহীন পরিবার পুর্নবাসন কার্যক্রমের উদ্বোধন উপলক্ষে সংবাদ সম্মেলন করেছে নওগাঁ জেলা প্রশাসন। আজ বৃহস্পতিবার দুপুরে জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মো: হারুন- অর- রশিদ।

এসময় জেলা প্রশাসক জানান, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে দেশের সকল ভুমিহীন ও গৃহহীন পরিবার পুর্নবাসনের লক্ষে তাদের ঘর প্রদান করা হচ্ছে। প্রথম পর্যায়ে নওগাঁ জেলায় ১০৫৬ টি পরিবারকে ঘর প্রদান করা হবে। এরমধ্যে অধিকাংশ গৃহনির্মাণের কাজ সমাপ্ত হয়েছে। এবং সকল উপজেলায় কবুলিয়ত ও নামজারি সম্পূর্ণ হয়েছে।

এসময় তিনি আরও জানান, ২৩ জানুয়ারি সকাল সাড়ে ১০ টায় গণভবন থেকে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভিডিও কনফারেন্সে সংযুক্ত হয়ে শুভ উদ্বোধন ঘোষণা করবেন। এরপর এসব ঘর উপকার ভোগীদের মাঝে বুঝে দেওয়া হবে।

সংবাদ সম্মেলনে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) উওম কুমার রায়, সদর উপজেলা নির্বাহী অফিসার মীর্জা ইমাম উদ্দিনসহ জেলার সকল প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন নিউজ পোটালের সাংবাদিকবৃন্দরা উপস্থিত ছিলেন।#

এ সম্পর্কিত আরও পড়ুন

Leave a Reply

লেখক থেকে আরো