37 C
Dhaka
Wednesday, June 7, 2023

গোদাগাড়ীতে মসজিদে বিএনপির রাজনৈতিক কর্মসূচী, ক্ষুদ্ধ এলাকাবাসী

রাজশাহীর গোদাগাড়ী উপজেলার একটি মসজিদে দোয়া মাহফিলের নামে বিএনপির নেতাকর্মীদের নিয়ে রাজনৈতিক আলোচনা হয়েছে। এতে করে এলাকায় ব্যাপক ক্ষোভ ও সমালোচনা শুরু হয়েছে। মুসল্লিদের দাবি, মসজিদে এ ধরনের রাজনৈতিক সভা এলাকার রাজনৈতিক সহিংসতার বিস্তার ঘটাতে পারে। নষ্ট হতে পারে মসজিদের পবিত্রতা।

এলাকাবাসীর দেয়া তথ্য মতে, গত ২১ এপ্রিল রামজানের শেষ দিন বিএনপির সাবেক ভাইস চেয়ারম্যান ও সাবেক মন্ত্রী ব্যারিষ্টার আমিনুল হকের চতুর্থ মৃত্যু বার্ষিকী উপলক্ষে গোদাগাড়ী পৌর সদরের শতবর্ষ প্রাচীন কেল্লাবারুইপাড়া জামে মসজিদে দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

আগামী জাতীয় সংসদ নির্বাচনে রাজশাহী -১ (গোদাগাড়ী- তানোর) আসনে বিএনপির প্রত্যাশী মেজর জেনারেল শরীফ উদ্দীনের পরিবারের পক্ষ থেকে আয়োজিত দোয়া মাহফিল ও আলোচনা সভায় উপস্থিত ছিলেন, রাজশাহী মহনগর সহ উপজেলার বিভিন্ন প্রান্ত থেকে আসা বিএনপির নেতাকর্মী এবং স্থানীয় মুসল্লীবৃন্দ। যেখানে মরহুমের আত্মার মাগফেরাত কামনা করে দোয়ার পাশাপাশি রাজনৈতিক আলোচনা করা হয়।

এদিকে দোয়া মাহফিলের নামে রাজনৈতিক আলোচনা শুরু হলে স্থানীয় মুসল্লীদের মধ্যে গুঞ্জন শুরু হয়। মুসল্লিরা মসজিদের বাইরে এর প্রতিবাদি দৃষ্টি ভঙ্গি পোষণ করলে জামায়াত শিবির চক্রের হোতা কেল্লাবারুইপাড়া গ্রামের মৃত এরফান আলীর পুত্র ও একাধিক নাশকতা মামলার আসামী মোঃ ইব্রাহীম জোর পূর্বক তাদের থামিয়ে দেন। এসময় মসজিদের সেক্রেটারী শফিকুল ইসলাম উপস্থিত ছিলেন। অনেক মুসল্লী মসজিদ কমিটির সেক্রেটারীর নিকট বিষয়টি জানতে চাইলে তিনি নিশ্চুপ থাকেন।

মসজিদ কমিটির সেক্রেটারী শফিকুল ইসলাম বিএনপি নেতা মেজর জেনারেল শরীফ উদ্দীনের চাচাতো ভাই। গত পহেলা এপ্রিল ২০২৩ থেকে সেক্রেটারীর দায়িত্ব পালন করছেন।

স্থানীয় মুসল্লীরা নাম প্রকাশ না করার শর্তে বলেন, বিএনপির নেতৃবৃন্দ তাদের বক্তব্যে বলেন, মেজর জেনারেল শরীফ উদ্দীন প্রয়াত ব্যারিষ্টার আমিনুল হকের আপন ছোট ভাই। ব্যারিষ্টার আমিনুল হক ছিলেন বিএনপির চেয়ারপার্সন খালেদা জিয়ার আস্থাভাজন নেতা তাই শরীফ উদ্দীনের পক্ষে এলাকার সকলকে দলমত নির্বিশেষে কাজ করার আহ্বান জানান।

পৌর বিএনপির সহ-সভাপতি এবং দোয়া মাহফিল এ আলোচনা সভা অনুষ্ঠানের সঞ্চালক মাহবুবুর রহমান বিপ্লব দাবি করেন অনুষ্ঠানে ও দোয়া মাহফিলে জেলা ও মহানগর বিএনপি নেতাকর্মীরা উপস্থিত থাকলেও সেখানে দলীয় কোন আলাপচারিতা হয়নি।

এই বিষয়ে মসজিদ কমিটির সেক্রেটারীর শফিকুল ইসলামের কাছে জানতে চাওয়া হলে তিনি বলেন, ব্যারিস্টার আমিনুল ইসলামের মৃত্যুবার্ষিকী উপলক্ষে মসজিদের দোয়া মাহফিলের আয়োজন করা হয়। সেখানে রাজশাহী মহানগর সহ উপজেলার বিএনপির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। তবে হিংসাত্মক বা দেশবিরোধী ষড়যন্ত্রমূলক কোন আলোচনা করা হয়নি।

এ সম্পর্কিত আরও পড়ুন

Leave a Reply

লেখক থেকে আরো