এইচ এম শাহাদত (বাগমারা প্রতিনিধি) রাজশাহী বাগমারার ১৩ নং গোয়ালকান্দী ইউনিয়ন শাখা ছাত্রলীগ এর আয়োজনে আজ বিকাল ৫ঘটিকার সময় রামরামা জলপাইতলা বাজার প্রাঙ্গনে বাংলাদেশ ছাত্রলীগের ৭৩তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন করা হয়।
১৯৪৮ সালের ৪ জানুয়ারী ঐতিহ্যবাহী ছাত্র সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের জন্ম হয়। বাংলা, বাঙালির স্বধিকার অর্জনের লক্ষ্যে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নির্দেশনায় গঠিত উপমহাদেশের সর্ববৃহৎ ও প্রাচীন ছাত্র সংগঠন বাংলাদেশ ছাত্রলীগ।

ভাষা আন্দোলন, স্বাধীনতা সংগ্রামসহ দেশ গড়ার প্রতিটি পরতে-পরতে বাংলাদেশ ছাত্রলীগের গৌরব, ঐতিহ্য, সংগ্রাম ও সাফল্যে গৌরবময় স্মৃতি বিজড়িত সংগঠনটির পালিত হয় ৭৩তম প্রতিষ্ঠা বার্ষিকী।
ছাত্রলীগের ৭৩তম প্রতিষ্ঠা বার্ষিকীতে কেক কাটা সহ ৫ মিনিটের পথযাত্রা করা হয়।
প্রতিষ্ঠা বার্ষিকীতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ১৩নং গোয়ালকান্দী ইউনিয়নের চেয়ারম্যান জনাব মোঃ আলমগীর সরকার, বিষেস অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোঃ আবুল কালাম আজাদ মৎস্য ও ইট ব্যবসায়ি রামরামা।
সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন ১৩নং গোয়ালকান্দী ছাত্রলীগের সভাপতি মোঃ মিঠু সহ আরো উপস্থিত ছিলেন অত্র ইউনিয়নের ছাত্রলীগের নেত্রীবৃন্দ।