31 C
Dhaka
Sunday, May 28, 2023

ঘুরতে বেরিয়ে লাশ হলেন দুই বন্ধু

ফেনীর ছাগলনাইয়া থেকে ঘুরতে বেরিয়ে কাভার্ডভ্যানের ধাক্কায় মোটরসাইকেল আরোহী দুই বন্ধু নিহত হয়েছেন।

শুক্রবার (১৭ সেপ্টেম্বর) বিকালে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মিরসরাই খান সিটি সেন্টারের সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হচ্ছেন- ছাগলনাইয়া উপজেলার পশ্চিম ছাগলনাইয়া গ্রামের সিরাজুল ইসলামের ছেলে আরিফুল ইসলাম অপু (২৫) ও শুভপুর ইউনিয়নের উত্তর মনদিয়া গ্রামের দেলোয়ার হোসেনের ছেলে মো. সাইফুল ইসলাম (২৬)।

জোরারগঞ্জ হাইওয়ে পুলিশের উপপরিদর্শক (এসআই) জাহেদুল হোসেন বলেন, মহাসড়কের চট্টগ্রামমুখী লেনের খান সিটি সেন্টারের সামনে একটি কার্ভাডভ্যান আরিফ ও সাইফুলকে ধাক্কা দেয়। তাৎক্ষণিক তাদের উদ্ধার করে পাশের কমপোর্ট হাসপাতালে নেওয়া হলে আরিফুল ইসলামকে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। সাইফুলকে প্রাথমিক চিকিৎসা দিয়ে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে সেখানে তার মৃত্যু হয়।

করোনা ভাইরাসের কারণে বদলে গেছে আমাদের জীবন। আনন্দ বেদনায় সংকটে উৎকণ্ঠায় কাটছে সময়। আপনার সময় কাটছে কিভাবে? লিখতে পারেন দৈনিক সত্যের সকালে।আজই পাঠিয়ে দিন sottersokal@gmail.com

এ সম্পর্কিত আরও পড়ুন

Leave a Reply

লেখক থেকে আরো