29 C
Dhaka
Tuesday, June 6, 2023

চট্টগ্রামের বাঁশখালীতে পুলিশ-শ্রমিক সংঘর্ষ, নিহত ৪

চট্টগ্রামের বাঁশখালী উপজেলায় কয়লা বিদ্যুৎকেন্দ্রে বেতন-ভাতার দাবিতে শ্রমিকদের বিক্ষোভে গুলির ঘটনায় চারজন নিহত হয়েছেন ও শতাধিক আহত হয়েছেন বলেও জানা গেছে।। আজ শনিবার সকাল ১০টার দিকে এই ঘটনা ঘটে।

শনিবার (১৭ এপ্রিল) সকাল ৮ টা নাগাদ শ্রমিকদের বিভিন্ন দাবি আদায়ের জন্য আন্দোলন করলে ‘এস আলম’ কতৃপক্ষ তা মানতে অস্বীকৃতি জানালে আন্দোলন করতে থাকে শ্রমিকরা।

পরে পুলিশ আন্দোলন থামানোর চেষ্টা করলে এক পযার্য়ে শ্রমিক-পুলিশ সংঘর্ষ বাধে। এতে পুলিশের এলোপাতাড়ি গুলিতে ঘটনাস্থলে অন্তত ৪ জন নিহত ও শতাধিক আহত হন। আহতদের স্থানীয়রা উদ্ধার করে বাঁশখালী হাসপাতালে নিয়ে আসে।

চট্টগ্রামের বাঁশখালীতে পুলিশ-শ্রমিক সংঘর্ষ, নিহত ৪
আহত শ্রমিকদের স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেয়া হয়।

নিহত চারজনের নাম জানা গেছে। তারা হলেন আহমেদ রেজা (১৮), রনি (২২), শুভ (২৪) ও মো. রাহাত (২২)। আহত ব্যক্তিদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।   

চট্টগ্রামের বাঁশখালীতে পুলিশ-শ্রমিক সংঘর্ষ, নিহত ৪
বিদ্যুৎকেন্দ্রে সংঘর্ষের ঘটনায় পুলিশসহ অনেকেই আহত হয়।

চট্টগ্রাম জেলা পুলিশের সহকারী পুলিশ সুপার (আনোয়ারা সার্কেল) হুমায়ূন কবির জানান, সংঘর্ষে চারজন নিহত হওয়ার খবর পাওয়া গেছে।

এ সম্পর্কিত আরও পড়ুন

Leave a Reply

লেখক থেকে আরো