সমাজের অসহায়, দরিদ্র, খেটে-খাওয়া শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে চাঁপাইনবাবগঞ্জে। এশিয়া ছিন্নমূল মানবাধিকার বাস্তবায়ন ফাউন্ডেশন চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখার আয়োজনে শনিবার দপুরে শিবগঞ্জ উপজেলার ধোবরা বাজারে এসব বিতরণ করা হয়। ভিডিও কনফারেন্সের মাধ্যমে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন, চাঁপাইনবাবগঞ্জের সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য ফেরদৌসী ইসলাম জেসি ।
এসময় উপস্থিত ছিলেন, এশিয়া ছিন্নমূল মানবাধিকার বাস্তবায়ন ফাউন্ডেশনের রাজশাহী বিভাগীয় পরিচালক মো. মোস্তাফিজুর রহমান মাসুম, উপ আঞ্চলিক পরিচালক মো. রুহুল আমিন, জেলা শাখার উপ-পরিচালক মো. কামারিয়া চোধুরী, যুগ্ম আহ্বায়ক মো. মামুনুর রশীদসহ সংগঠনটির জেলা ও উপজেলা শাখার বিভিন্ন স্তরের সদস্যবৃন্দ। আাগামীতেও জেলার বিভিন্ন স্থানে শীতবস্ত্র বিতরণ অব্যাহত থাকবে বলে জানান, এশিয়া ছিন্নমূল মানবাধিকার বাস্তবায়ন ফাউন্ডেশনের জেলা শাখার উপ-পরিচালক মো. কামারিয়া চোধুরী। এসময় সমাজের বিত্তবানদের প্রতি শীতার্তদের পাশে এগিয়ে আসার আহ্বান জানান তিনি।
অন্যদিকে সামাজিক সংগঠন দুরন্ত -৯৫ এর শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ হয়েছে।
আজ শনিবার সকালে চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার দেবীনগর ইউনিয়নে ১৫০ জন শীতার্ত মানুষের মাঝে ও দুপুর ১২-৩০ মিনিটে গোবরাতলা ইউনিয়নের দেল বাড়ি স্কুলে ১০০ টি কম্বল বিতরণ করা হয়। দুরন্ত-৯৫ এর এ্যাডমিন চীপ এ্যাডঃ ইয়াসমিন সুলতানা রুমা প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এসব কম্বল বিতরণ করেন। এছাড়াও উপস্থিত ছিলেন সংগঠনটি সদস্য ডাঃ নাদিম সরকার, দেবী নগর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আব্দুর রহিম বিশ্বাস, আব্দুল জলিল, আমিনুল ইসলাম, মোস্থফা পলাশ,আমিনুল ইসলাম প্রমূখ।