চাঁপাইনবাবগঞ্জ জেলায় দুজনের মৃত্যু হয়েছে। চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার চামেলি (১৮) নামে একগৃহবধূর আত্মহত্যা অন্যদিকে শিবগঞ্জে সড়ক দূর্ঘটনায় তোবজুর রহমান (৭০) নামে একজনের মৃত্যু হয়েছে। খোঁজ নিয়ে জানা যায়; চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার শিবতলা এলাকায় চামেলি (১৮) নামে এক গৃহবধূ আত্মহত্যা করেছে। সে চাদলায় এলাকার মিলনের স্ত্রী। আজ বুধবার সকাল ১০টায় গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে বলে নিশ্চিত করেছে চামেলির শশুর বাড়ির লোকজন। সদর মডেল থানার এসআই আবু হাসান ঘটনাটি নিশ্চিত করে জানায় আইনুযায়ী ব্যবস্থা নিয়ে মরদেহ পরিবারের কাছে হস্তাতান্তর করা হবে। অন্যদিকে; জেলার শিবগঞ্জে মনাকষার গোপালপুর ব্রিজে সড়ক দূর্ঘটনায় তোবজুর রহামন (৭০) নামে একজনের মৃত্যু হয়েছে। অটো রিকসার সাথে ইটভর্তি ট্রলির মুখোমুখি সংঘর্ষে এ দূর্ঘটনা ঘটে। ঘটনাস্হলে তার মৃত্যু হয়। নিহত ব্যক্তি ভবানিপুর কামাত পাড়া এলাকার মৃত কুসুমদ্দিনের ছেলে। এ মর্মে আইননুসারে সকল ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানায় ওসি ফরিদ হোসেন।
চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার মহারাজপুরে সড়ক দুর্ঘটনায় একজন নিহত হয়েছে। নিহত ব্যক্তি চাঁপাইনবাবগঞ্জের চকআলমপুর গ্রামের মৃত আবুল কালাম আজাদ বিশ্বাসের ছেলে মেহের বিশ্বাস (৩৮) । বুধবার (৩১ মার্চ) সকালে জেলার সদর উপজেলার মহারাজপুর ইউনিয়নের হিন্দুপাড়া মোড়ে সড়কের পাশে থাকা পিলারের সাথে ধাক্কা লেগে তিনি মারা যান।
নিহত মেহেরের ভাতিজা সাংবাদিক মো. আলমগীর হোসেন বিষয়টি নিশ্চিত করে জানান, মঙ্গলবার রাতে রাজশাহী থেকে কাজ শেষে বাড়ি আসার সময় হিন্দুপাড়া মোড়ে একটি ট্রাক মোটরসাইকেল আরোহীকে চেপে দেয়। এতে নিয়ন্ত্রণ হারিয়ে বাইক আরোহী পিলারের সাথে সজোরে ধাক্কা লেগে পড়ে গিয়ে গুরুতর আহত হয়।
আহত মেহেরকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে বুধবার সকালে মারা যান তিনি।