চাঁপাইনবাবগঞ্জে ঈদের পর লকডাউনের প্রথম দিন কঠোরভাবেই চলছে। চাঁপাইনবাবগঞ্জে ঈদের পর কঠোর লকডাউনের প্রথমদিন কঠোরভাবেই পালিত হচ্ছে। শুক্রবার (২১ জুলাই) লকডাউনের কারণে মার্কেট, শপিংমলসহ দোকানপাট বন্ধ রয়েছে। সব সরকারি, আধা-সরকারি, স্বায়ত্বশাসিত ও বেসরকারি অফিস, রিসোর্ট, কমিউনিটি সেন্টার ও বিনোদন কেন্দ্র বন্ধ রয়েছে।
রেলসহ যাত্রীবাহি যানবাহন চলাচল বন্ধ রয়েছে।তবে পণ্যবাহি যানবাহন চলাচল স্বাভাবিক রয়েছে। শহরে বিজিবি ও সেনাবাহিনী টহল অব্যাহত রয়েছে। তবে শহরের বিভিন্ন পয়েন্টে পুলিশির উপস্থিতি কম লক্ষ্য করা গেছে। ফলে বিভিন্ন স্থানে রিকসা ও অটোরিকসা চলাচল করতে দেখা গেছে।
এদিকে, অটোরিকসা ও মোটরসাইকেলে মফস্বল পথ ব্যবহার করে মানুষজনকে নয়াগোলা, সদরঘাট ও খালঘাট ফেরিঘাট দিয়ে শহরে আসতে দেখা গেছে।