চাঁপাইনবাবগঞ্জ সদর ও নাচোল উপজেলায় বৃহস্পতিবার (১০ জুন) বিকালে বজ্রপাতে এক কিশোরীসহ ৩ জনের মৃত্যু হয়েছে।
তারা হলেন চাঁপাইনবাবগঞ্জ সদর উপজলার চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার শংকরবাটি বটতলা গ্রামের মৃত দাউদ হোসেনের ছেলে আব্দুল রহমান(৬০), একই গ্রামের মৃত নজরুল ইসলামের ছেলে মেসবাউল হক(৪৫) এবং নাচোল উপজেলার ফতেপুর ইউনিয়নের আলিশাপুর গ্রামের আ: রহমানের মেয়ে মোসা: ফারজানা (১২)।
স্থানীয়রা জানায় বিকালে মেসবাউল হক তার নিজ আম বাগানে আম পাড়ছিল ও আব্দুর রমহান রান্না করছিল। এ সময় বিকাল ৫টার দিকে ঝড় ও বৃষ্টির সাথে বজ্রপাত হলে ঘটনাস্থলেই দুইজনই মৃত্যুবরন করেন।
স্থানীয়রা লাশ দুটি উদ্ধার করে তাদের নিজ নিজ বাড়িতে পৌঁছে দেন। চাঁপাইনবাবগঞ্জ পৌরসভা ৮নং ওয়ার্ড কাউন্সিলার আব্দুল বারেক ঘটনাটি নিশ্চিত করেন।
অপরদিকে জেলার নাচোল উপজেলার ফতেপুর ইউনিয়নের আলিশাপুর গ্রামে বজ্রপাতে এক কিশোরীর মৃত্যু হয়।
নাচোল উপজেলার ফতেপুর ইউপি সদস্য আব্দুস সাত্তার মৃত কিশোরীর স্বজনদের বরাত দিয়ে জানান, আজ বিকাল আনুমানিক ৪ টার দিকে বৃষ্টির আগে মাঠের মধ্যে চরণ করা রাজ হাঁস আনতে গিয়ে ধেয়ে আসা কালো মেঘের হঠাৎ গর্জনের সময় বজ্রপাতে মৃত্যু হয়। পরে এলাকাবাসী ও তার পরিবার জানতে পারে।