25 C
Dhaka
Sunday, May 28, 2023

চাঁপাইনবাবগঞ্জ জেলার এক ফুটবল খেলোয়ার সড়ক দুর্ঘটনায় নিহত।

চাঁপাইনবাবগঞ্জ জেলার এক ফুটবল খেলোয়ার সড়ক দুর্ঘটনায় নিহত।

চাঁপাইনবাবগঞ্জ জেলার এক সময়ের মাঠ কাঁপানো ফুটবল খেলোয়াড় তাসু সড়ক দূর্ঘটনায় নিহত হয়েছেন (ইন্না লিল্লাহি—-রাজিউন)।বৃহস্পতিবার সকালে গোদাগাড়ী উপজেলার বালিয়াঘাট্টায় এক সড়ক দুর্ঘটনায় তিনি মারা যান।

 

সাবেক ফুটবল খেলোয়াড় তসলিম উদ্দীন তাসু (৭৫) সদর উপজেলার মহারাজপুর এলাকার রামভদ্রপুর চকটোলা গ্রামের মৃত এজাজুদ্দিনের ছেলে। বৃহস্পতিবার সকাল সাড়ে ৭টার দিকে সাইকেলযোগে তিনি গোদাগাড়ী যাবার পথে বালিয়াঘাট্টা হাতাপাড়া এলাকায় হানিফ পরিবহনের একটি বাস তাকে ধাক্কা দিলে তিনি সাইকেলসহ সড়কের পাশে ছিটকে পড়েন। এতে তার মাথা ফেটে যায় এবং প্রচুর রক্তক্ষরন হয়ে সেখানেই তার মৃত্যু হয়। পরে গোদাগাড়ী মডেল থানা পুলিশ তার লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়। পরবর্তীতে সামাজিক যোগাযোগ মাধ্যমে খবর পেয়ে তার পরিবারের লোকজন লাশ বাসায় নিয়ে আসে।

 

তসলিম উদ্দীন তাসু ৭৫ পরবর্তী জেলার তুখোড় ফুটবল খেলোয়াড় ছিলেন। সেসময়ের খেলোয়াড় ছিলেন, বীর মুক্তিযোদ্ধা জহুরুল ইসলাম মাস্টার, মৃত লক্ষন দাস, মৃত আফতাব উদ্দীন পাতান মাষ্টার, গোলরক্ষক এসরাইল সেন্টু। এসকল নামকরা ফুটবল খেলোয়াড়দের সাথে ফুটবল খেলেছেন নিহত তসলিম উদ্দীন তাসু।

 

বৃহস্পতিবার বাদ আসর জানাযা শেষে তাঁকে মহারাজপুর ফিল্ডের হাট গোরস্থানে দাফন করা হয়েছে।

এ সম্পর্কিত আরও পড়ুন

Leave a Reply

লেখক থেকে আরো