29 C
Dhaka
Friday, March 31, 2023

১০ মিনিট আগের কথাও মনে থাকতো না আদনানের। সিজোফ্রেনিয়া রোগে আক্রান্ত ছিলেন আদনান।

চাকরি না পাওয়ার হতাশা থেকে ঢাবি ছাত্রের আত্মহত্যা!

চাকরি না পাওয়ার হতাশা থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের ছাত্র মো. আদনান সাকিব আত্মহত্যা করে থাকতে পারেন বলে ধারণা তার সহপাঠী ও পুলিশের।

আদনান ঢাবির শহীদ জহুরুল হক হলে থাকতেন। তার রুমমেট বিশ্ববিদ্যালয়ের ম্যানেজমেন্ট বিভাগের শিক্ষার্থী মো. সাইফুল ইসলাম জানান, আদনান হতাশাগ্রস্ত ছিলেন। তিনি সিজোফ্রেনিয়া রোগে আক্রান্ত ছিলেন। ১০ মিনিট আগে কী করেছিলেন সেটা মনে রাখতে পারতেন না। তিনি পড়ালেখাও করতে পারতেন না। এজন্য চাকরি নিয়েও হতাশা ছিল তার।

সাইফুল বলেন, আমরা তাকে অনেক বুঝিয়েছি। দুই বছর আগে গার্হস্থ্য অর্থনীতির ছাত্রী নুসরাত আফরিনকে বিয়ে করে সে। তার সাথে আদনানের কোনো সমস্যা দেখিনি। তার একটাই চিন্তা ছিল ভালো চাকরি নিয়ে। এই হতাশায় সে আত্নহত্যা করে থাকতে পারে বলে আমাদের ধারণা।

আদনানের বড় ভাই মো. মাহে আলম বলেন, আমরা দুই ভাই, তিন বোন। সে ছিল সবার ছোট। তবে সে আত্মহত্যা করবে, ভাবতে পারিনি।

শহীদ জহুরুল হক হলের প্রশাসনিক কর্মকর্তা আজিজুর রহমান বলেন, আদনান ভালো ছাত্র ছিল। গত পরশুদিন সে নিখোঁজ হলো। গতকাল আমরা তার স্ত্রীকে নিয়ে থানায় জিডি করি। পরে খবর পেলাম আমাদের প্রিয় ছাত্রের লাশ আবাসিক হোটেলে ঝুলছে।

শাহবাগ থানার উপ-পরিদর্শক (এসআই) পলাশ সাহা বলেন, বুধবার রাত ৯টায় তার স্ত্রী নুসরাত আফরিন থানায় এসে জানান তার স্বামী আদনানকে দুইদিন ধরে পাওয়া যাচ্ছে না। পরে তার স্ত্রী শাহবাগ থানায় একটি সাধারণ ডায়েরি করেন। এরপর তার মোবাইলের লোকেশন ট্র্যাক করলে সেগুনবাগিচা এলাকার একটি আবাসিক হোটেলে তার লোকেশন দেখায়। কিন্তু সেখানে তাকে পাওয়া যায়নি। পরে পাশের কর্ণফুলী আবাসিক হোটেলে গেলাম। রিসিপশনে জানতে চাইলাম এই নামে কেউ আছে কি না, তারা বলল আছে।

ওই হোটেলের ১০৭ নম্বর রুম থেকে ঝুলন্ত অবস্থায় তার মরদেহ পাওয়া যায় বলেও জানান পলাশ সাহা।

এই পুলিশ কর্মকর্তা আরও জানান, আদনান একটি সুইসাইড নোট লিখে গেছেন। সেখানে তিনি লিখেছেন- তার মৃত্যুর জন্য কেউ দায়ী নয়। প্রাথমিকভাবে আমরা ধারণা করছি তিনি হতাশা থেকে আত্মহত্যা করেছেন। আদনান ঢাবির ২০১৪-১৫ সেশনের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের ছাত্র ছিলেন।

এরআগে চলতি বছরের মে মাসে ঢাকা বিশ্ববিদ্যালয়ের তথ্য, বিজ্ঞান ও গ্রন্থাগার ব্যবস্থাপনা বিভাগের শিক্ষার্থী হাফিজুর রহমানের রহস্যজনক মৃত্যু হয়। মৃত্যুর এক সপ্তাহের বেশি সময় পর হাফিজুরের মরদেহ শনাক্ত করে তার পরিবার। হাফিজ এলএসডি নামে একটি মাদক নিয়ে নিজের ওপর নিয়ন্ত্রণ হারিয়েছিলেন বলে জানা যায় তার মৃত্যুর পর।

এরপর জুন মাসে আজিমপুরে সরকারি স্টাফ কোয়ার্টারের একটি বাসা থেকে বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী ইসরাত জাহান তুষ্টির মরদেহ উদ্ধার করা হয়। তার শ্বাসকষ্ট ও অ্যাজমা ছিল বলে জানা যায়।

আর সেপ্টেম্বরে চানখারপুলের একটি বাসা থেকে বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী  মাসুদ আল মাহাদী অপুর মরদেহ উদ্ধার করে পুলিশ। অপুর রুপমেটরা মনে করেন অপু আত্মহত্যা করেছিলেন।

এ সম্পর্কিত আরও পড়ুন

Leave a Reply

লেখক থেকে আরো