23 C
Dhaka
Wednesday, March 22, 2023

চৌদ্দগ্রামে ভয়াবহ অগ্নিকাণ্ডে ২টি বসতঘর পুড়ে ছাই, ২০ লাখ টাকার ক্ষয়ক্ষতি

কুমিল্লার চৌদ্দগ্রামে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় দুইটি বসতঘর ও একটি রান্না ঘর পুড়ে ছাই হয়েছে। এতে ঘরে থাকা প্রয়োজনীয় মালামাল পুড়ে যাওয়াসহ প্রায় ২০ লাখ টাকা ক্ষয়ক্ষতি হয়েছে। উপজেলার ঘোলপাশা ইউনিয়নের কোমাল্লা গ্রামে এ ঘটনা ঘটে।

জানা গেছে, কোমাল্লা গ্রামের প্রবাসী সাইদুল ইসলাম সুমন ও জাহিদুল ইসলাম আজাদ বসতঘরে তালা লাগিয়ে বেড়াতে শ্বশুড় বাড়িতে যায়। মঙ্গলবার রাত সাড়ে ১০টায় কে বা কারা তাদের ঘরে আগুন লাগিয়ে দেয়। মুহুর্তের মধ্যে আগুনের লেলিহান শিখায় সুমন ও আজাদের দুইটি বসতঘর ও একটি রান্না ঘর পুড়ে ছাই হয়ে যায়। আগুনে ঘরে থাকা ফ্রিজ, সুকেস, আলমিরা, সেলাই মেশিন, পাসপোর্ট, ভিসা, শিক্ষাগত সার্টিফিকেট ও জমির দলিলপত্রসহ প্রায় ২০ লাখ টাকা মূল্যের মালামাল পুড়ে যায়।

খবর পেয়ে চৌদ্দগ্রাম ফায়ার সার্ভিসের একটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে এনে অন্যান্য স্থাপনাগুলো রক্ষা করে। পরদিন সকালে স্থানীয় ইউপি চেয়ারম্যান কাজী জাফর আহম্মেদ ঘটনাস্থল পরিদর্শন করেন।

এ সম্পর্কিত আরও পড়ুন

Leave a Reply

লেখক থেকে আরো