24 C
Dhaka
Saturday, April 1, 2023

চৌদ্দগ্রামে ভয়াবহ অগ্নিকান্ডে বসতঘর পুড়ে ছাঁই

মুহা. ফখরুদ্দীন ইমন, চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধি: কুমিল্লার চৌদ্দগ্রামে ভয়াবহ অগ্নিকান্ডে একটি বসতঘরসহ ২টি ঘর পুড়ে ছাঁই হয়ে গেছে। ঘটনাটি ঘটেছে উপজেলার গুনবতী ইউনিয়নের সুরিকরা গ্রামের সফিকুর রহমানের বাড়ীতে।

জানা গেছে, রোববার (২৯ মে) দিবাগত রাত সাড়ে আটটার দিকে বৈদ্যুতিক শর্ট-সার্কিট থেকে সৃষ্ট অগ্নিকান্ডে গুনবতী ইউনিয়নের সুরিকরা গ্রামের সফিকুর রহমানের একটি বসতঘর ও একই বাড়ীর আনোয়ারা বেগমের একটি গোয়াল ঘর সম্পূর্ণ পুড়ে ছাঁই হয়ে যায়। এ সময় বসতঘরে থাকা সকল আসবাবপত্রসহ প্রয়োজনীয় দলিল-দস্তাবেজ পুড়ে যায়। সংবাদ পেয়ে চৌদ্দগ্রাম ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।

বিষয়টি নিশ্চিত করে চৌদ্দগ্রাম ফায়ার সার্ভিস এর স্টেশন অফিসার ফয়েজ আহম্মেদ জানান, ‘অগ্নিকান্ডের খবর পেয়ে ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছে এক ঘন্টার প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। এতে একটি বসতঘর ও একটি গোয়ালঘর পুড়ে ছাঁই হয়ে গেছে। বৈদ্যুতিক শর্ট-সার্কিট থেকে অগ্নিকান্ডের সূত্রপাত হয়েছে বলে ধারণা করা হচ্ছে। তদন্ত সাপেক্ষে বিস্তারিত পরে বলা যাবে’।

এ সম্পর্কিত আরও পড়ুন

Leave a Reply

লেখক থেকে আরো