29 C
Dhaka
Thursday, March 23, 2023

চৌদ্দগ্রামে সড়ক দুর্ঘটনায় ট্রাক চালক নিহত

কুমিল্লার চৌদ্দগ্রামে সড়ক দুর্ঘটনায় পলাশ কুমার দাস (৩৫) নামে এ ট্রাক চালক নিহত হয়েছে। নিহত পলাশ ঝিনাইদহ জেলার কালিগঞ্জ থানার কাউখালী গ্রামের দেবেন কুমার দাসের ছেলে।  

বিষয়টি নিশ্চিত করে মিয়াবাজার হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এ কে এম মনজুরুল হক আকন্দ জানান, ‘শনিবার (২১ মে) সকালে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চৌদ্দগ্রাম পৌরসভাধিন রামরায়গ্রাম রাস্তার মাথা এলাকায় চট্টগ্রামমুখী লেনে একটি দাঁড়িয়ে থাকা ট্রাককে (ঝিনাইদহ-ঢ-১১-১৩৬২) পেছন থেকে অপর একটি ট্রাক ধাক্কা দিলে ট্রাক চালক পলাশ কুমার দাস গুরুতর আহত হয়।

পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে চৌদ্দগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পুলিশ দুর্ঘটনা কবলিত ট্রাকটি উদ্ধার করে এবং আইনগত প্রক্রিয়া শেষে নিহতের লাশ স্বজনদের নিকট হস্তান্তর করা হয়েছে’।

এ সম্পর্কিত আরও পড়ুন

Leave a Reply

লেখক থেকে আরো