34 C
Dhaka
Tuesday, June 6, 2023

চ্যানেলে বিজ্ঞাপন দেখালেও টাকা দেবে না ইউটিউব!

চ্যানেলে বিজ্ঞাপন দেখালেও টাকা দেবে না ইউটিউব!

 

টেক জায়ান্ট গুগলের মালিকানাধীন অনলাইন ভিডিও-শেয়ারিং প্ল্যাটফর্ম ইউটিউব তাদের বিজ্ঞাপন প্রদর্শন নীতিমালায় কিছুটা পরিবর্তন নিয়ে এসেছে। নতুন এ নীতিমালায় ইউটিউব আরো বেশি বিজ্ঞাপন দেখাবে, কিন্তু শর্ত না মানলে প্রদর্শিত কনটেন্ট ক্রিয়েটরদের সেই অর্থ প্রদান করবে না।

 

চ্যানেলে বিজ্ঞাপন দেখালেও টাকা দেবে না ইউটিউব!

ইউটিউবের বরাতে মার্কিন সাময়িকী ফোর্বসের খবর, ইউটিউব এখন থেকে মানিটাইজেশন না পাওয়া চ্যানেলগুলোতে অল্পসংখ্যক বিজ্ঞাপন দেখাবে। তবে সে অর্থ প্রদান করা হবে না কনটেন্ট ক্রিয়েটরদের। মানিটাইজেশনের শর্ত মানা চ্যানেলগুলো আগের নিয়মেই অর্থ পাবে। নতুন এ নিয়মের ফলে বিজ্ঞাপনদাতাদের সুবিধা বেড়েছে।

জানা গেছে, যুক্তরাষ্ট্রে এরই মধ্যে নতুন এ নীতিমালা চালু করেছে ইউটিউব, যা বিশ্বব্যাপী চালু হতে সময় লাগতে পারে ২০২১ সাল পর্যন্ত।

 

ইউটিউব চ্যানেলের মানিটাইজেশন পাওয়ার শর্ত হচ্ছে, সবশেষ ১২ মাসে এক হাজার সাবস্ক্রাইবার পূর্ণ করতে হবে, আর চার হাজার ঘণ্টা ভিউ থাকতে হবে চ্যানেলে।

এ সম্পর্কিত আরও পড়ুন

Leave a Reply

লেখক থেকে আরো