নাজমুল হোসেন, জবি প্রতিনিধি:- বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের গবেষণা সহযোগিতা প্রকল্প ‘জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি ফেলোশিপ’ পাচ্ছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) ৯৪ শিক্ষার্থী। এ ছাড়াও শিক্ষকদের ১১টি প্রজেক্ট অনুমোদন দেয়া হয়েছে।
গতকাল বৃহস্পতিবার বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয় থেকে প্রকাশিত ও উপসচিব খান মো. রেজা-উন-নবী স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা যায়।
বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয় সূত্রে জানা যায়, ভৌতবিজ্ঞান, জীববিজ্ঞান ও চিকিৎসাবিজ্ঞান এবং খাদ্য ও কৃষিবিজ্ঞান এই তিন ক্যাটাগরিতে এবার ফেলোশিপ পাচ্ছেন মোট এক হাজার ২৪৪৬ জন শিক্ষার্থী। নবায়ন ক্যাটাগরিতে পেয়েছেন ৪২ জন শিক্ষার্থী। এ ছাড়াও শিক্ষকদের সর্বমোট ৬৩৮টি প্রজেক্ট অনুমোদন হয়েছে।
প্রকাশিত তথ্য অনুযায়ী জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের তালিকা-
গণিত ৮ঃ সিদ্দিক মুন্সী, দিলারা আক্তার মিতু, আফিয়া আঞ্জুম, জান্নাতুল ফেরদৌস জান্নত, হাবিবুর রহমান, নাজমুল হুদা পাভেল, দিন মোহাম্মদ, রনি আহমেদ।
রসায়ন ৬ঃ সান্তা ইসলাম, মোঃ মাহমুদুন নবী, মোঃ শাকিল হোসেন, রওশন আলম, শারমিন আক্তার দিনা, মোঃ মিঠু মিয়া।
পদার্থবিজ্ঞান ৬ঃ জাকির হোসেন অভি, ফাহিমা হোসেন, মোঃ শাহাদাত হোসেন দিপু, মোঃ শরীফ আহমেদ, মো. কামরুল হাসান রিপন, মাসুমা তাবাসসুম মুনমুন।
পরিসংখ্যান ৭ঃ মোঃ ইসমাইল হোসেন হৃদয়, সামিয়া কবির, মাহবুবা আক্তার, মোঃ জাকারিয়া হাবিব, মনিশা আক্তার, মোঃ রিফাত হাসান, আহমেদ আব্দুস সালেহ সালেহীন।
ভূগোল ও পরিবেশ ২১ঃ নিথোরা মেহরাব, তামান্না রহমান, উম্মে রুম্মান, সাগরিকা রানী পাল, সালেহা খাতুন, হুমায়রা ফেরদৌস, মোঃ ফরহাদ হোসেন, সামিয়া ইমাম তন্নি, সঙ্গীতা বিশ্বাস, অর্পিলা পাল, মুমতাহিনা মুন্নি, মাহমুদা আক্তার শান্তা, হনোফা আক্তার, সোহান হোসেন, সোহেল হোসেন, মো. মোস্তাফিজুর রহমান, সুমাইতা আক্তার, আ. রাজ্জাক, নুসরাত নওরিন মনি, আফরিন নাহার লুনা, মোঃ ইয়াসিন হাসান বাপ্পি।
সিএসই ৫ঃ তামান্না তাবাসসুম, নুসরাত জাহান, ফাতেমা আক্তার, মাহবুবুর রহমান, মোঃ আশিক জিদনি।
উদ্ভিদবিদ্যা ১২ঃ দেওয়ান নিশাত আফরিন, মোঃ অনিক মিয়া, মোঃ তানভীর আহসান, কাজী ফারহানা রহমান, রেশমা আক্তার, হৈমন্তী রানী, হযরত জাহান ইমু, মোঃ মাসুমুল হাসান, হাজেরা ফেরদৌস, রুবিয়াত আফরিন, রাবেয়া বসরী, সৈয়দ আসিফ হাসান।
মাইক্রোবায়োলজি ১৬ঃ মোঃ রকিবুল ইসলাম, তানজিনা আহমেদ, আব্দুর রহমান, রওনক জাহান নিয়ন, সুব্রত দাস, সাদিয়া আক্তার, আরিফা আক্তার কলি, মোসা. আকতারী পারভিন সাথী, সাবরিনা শাহরিন শাম্মী, সানজিদা খানম তামান্না, মোঃ বাহাউদ্দিন মানিক, শহীদ হাসান মঞ্জুর, সুমনা আক্তার, মোহাম্মদ আরিফুল ইসলাম, মোসা. রাজিয়া খাতুন, মোঃ নাহিদুজ্জামান।
মনোবিজ্ঞান ১ঃ রোজী সামাদ।
প্রাণিবিদ্যা ১১ঃ মুনিয়া আক্তার, লামিয়া খালেক, আসাদ উল্লাহ, সুবরিনা আক্তার, তৃষ্ণা রায়, দীপোমান কুন্ডু, ফারজানা ইসলাম উর্মি, শাকিরা মুস্তারি, তাহমিনা আক্তার কনা, নাজিয়া তাসনীম খান, প্রিয়তম ঘোষ।
ক্লিনিক্যাল ফার্মেসি এবং ফার্মাকোলজি ১ঃ বিজয় কৃষ্ণ রায় শুভ।
এছাড়াও পিএইচডি ২ জন এবং এমফিল ২ জন শিক্ষার্থী মনোনীত হয়েছেন।
পিএইচডি ২ঃ
গণিতঃ মোঃ নুরুল হুদা,
রসায়ন : আব্দুল আউয়াল
এম.ফিল ২ঃ
গণিতঃ সেলিম হুসেন, উম্মে সালমা
উল্লেখ্য, ১৯৭৭-১৯৭৮ অর্থবছর থেকে পাবলিক বিশ্ববিদ্যালয়/গবেষণা প্রতিষ্ঠানে অধ্যয়নরত/ গবেষণারত এমএস, এমফিল, পিএইচডি এবং পোস্ট-ডক্টরাল পর্যায়ের শিক্ষার্থী ও গবেষকদের এই অনুদান দেয়া করা হয়।