পাবনাঃ- পাবনার ঈশ্বরদী পাকশীতে জোড়াসেতুর পাদদেশে “হার্ডিং ব্রীজ পিকনিক স্পট এন্ড লালন শাহ কফি হাউজ” শুভ উদ্বোধন হল আজ।
শুক্রবার (১ জানুয়ারি) পাবনা ৪ আসনের এমপি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব নুরুজ্জামান বিশ্বাসের একমাত্র পুত্র যুবনেতা তৌহিদুজ্জামান দোলন বিশ্বাস ফিতা কেটে উদ্বোধন ঘোষণা করেন।
পিকনিক স্পট ও কফি হাউজের স্বত্বাধিকারী মোঃ মুক্তার হোসেন বলেন, প্রতিদিন এখানে দূর-দূরান্ত থেকে জোড়াসেতু দেখার জন্য অনেকে আসেন কিন্তু এখানে বসার জন্য বা কিছু ভালো খাবারের জন্য তেমন কোন ব্যবস্থা নাই। তাই ভালো মানের খাবারের ব্যবস্থা এবং পিকনিক করার উপযোগী স্থান করার প্রয়াসে আমার এই ব্যবস্থা।
উদ্বোধক দোলন বিশ্বাস বলেন, পাকশীতে সুন্দর মনোরম পরিবেশে যে কোন ব্যক্তি আসলে তার প্রাণ জুড়িয়ে যায়। আর আজ এখানে একটি সুন্দর মানের কফি হাউজ উদ্বোধন হলো অন্ততপক্ষে পরিবার সঙ্গে নিয়ে এসে আমরা কফি খেতে পারব।
আমন্ত্রিত অতিথিদের দুপুরে খাবার পরিবেশন করা হয় এবং খাবারের পর কুষ্টিয়া লালন একাডেমির পক্ষ থেকে সঙ্গীত পরিবেশন করা হয়।