37 C
Dhaka
Wednesday, June 7, 2023

ঝড়ে ধ্বংস হয়ে গেলো ৪০ স্যাটেলাইট

স্পেসএক্সের মহাকাশে পাঠানো ৪৯ স্যাটেলাইটের ৪০টিই ধ্বংস হয়ে গেছে। শুক্রবার (৪ ফেব্রুয়ারি) ওই স্টারলিংক স্যাটেলাইটগুলো উৎক্ষেপণ করা হয়।

তবে এগুলো এক পর্যায়ে গিয়ে পৃথিবীর দিকে পড়ে যেতে থাকে। তখন সেগুলোকে ধ্বংস করে দেয়া হয়। এরইমধ্যে এ খবর নিশ্চিত করেছে স্পেসএক্স।

ইলন মাস্কের কোম্পানিটি জানিয়েছে, মূলত একটি মহাকাশ ঝড় আঘাত হানায় স্যাটেলাইটগুলো নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। বিশ্বজুড়ে নিরবছিন্ন ইন্টারনেট সংযোগ তৈরিতে কাজ করছেন ইলন মাস্ক। সে লক্ষ্যে আকাশে এই স্যাটেলাইটগুলো পাঠানোর কথা ছিলো।

এই স্টারলিংক প্রজেক্টের অধীনে ২ হাজারের বেশি স্যাটেলাইট আকাশে পাঠিয়েছে কোম্পানিটি। যুক্তরাষ্ট্র কোম্পানিটিকে ১২ হাজার স্যাটেলাইট পাঠানোর অনুমোদন দিয়েছে। যদিও সমালোচকরা বলছেন এই স্যাটেলাইটের কারণে রাতের আকাশে গবেষণা চালানো অসম্ভব হয়ে পরবে।

এ সম্পর্কিত আরও পড়ুন

Leave a Reply

লেখক থেকে আরো