মোঃ শাহরিয়ার সজিব, স্পোর্টস প্রতিবেদকঃ- ফিফা ফুটসাল বিশ্বকাপ-২০২১ আজ ফাইনালে মুখোমুখি হবে আর্জেন্টিনা ও পর্তুগাল। খেলাটি শুরু হবে রোববার বাংলাদেশ সময় রাত ১১ টায়।
সেমিফাইনালে চিরপ্রতিদ্বন্দ্বী ব্রাজিলকে ২-১ গোলে হারিয়ে ফাইনালে উঠে বর্তমান চ্যাম্পিয়ান আর্জেন্টিনা। ঐ ম্যাচ এ ১১ মিনিটে ভাপোরাকির ও ২ মিনিটের ব্যাবধানে বরুত্তো গোল করে ব্রাজিলকে হারাই আর্জেন্টিনা।
অপরদিকে সেমিফাইনালে পর্তুগাল এর প্রতিপক্ষ ছিল কাজাখস্তান। ম্যাচটি নিধারিত সময়ে ২-২ গোলে ড্র হলে ম্যাচটি গড়ার ট্রাইবেকারে এবং ৪-৩ গোলে জয় পাই তারা।
এখন আর্জেন্টিনার সামনে সুযোগ টানা ২য় বার চ্যাম্পিয়ান হওয়ার অপরদিকে পর্তুগাল এর সামনে রয়েছে ১ম বারের মত চ্যাম্পিয়ান হওয়ার সুবর্ন সুযোগ।