রাজশাহীর বাঘায় ট্রেনের ধাক্কায় আহত সিএনজির যাত্রী মোহাম্মদ পরিস্কার রহমান (৪৫) নামের এক ব্যক্তি চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।
মঙ্গলবার (১১ অক্টোবর) সকাল সাড়ে ৯টায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে চার দিন চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। সে বাঘা উপজেলার বাউসা ইউনিয়নের ফতেপুর বাউসা গ্রামের মৃত ভাদু আলী প্রমানিকের ছেলে।
জানা যায়, গত ৬ অক্টোবর সিএনজি ভাড়া করে পরিস্কার রহমান তার ছেলে সাহাদত হোসেন কে রাজশাহীতে ডাক্তার দেখিয়ে বাড়ি ফির ছিলেন।
রাত ১১টার দিকে সিএনজিটি নন্দন গাছি কুটিপাড়া রেলগেইটে পৌঁছলে ঈশ্বরদী থেকে রাজশাহী গামী একটি ট্রেন সিএনজিকে ধাক্কা দেয়।
এতে সিএনজির যাত্রী মোহাম্মদ পরিস্কার রহমান, তার স্ত্রী সাহেদা বেগম, ছেলে সাহাদত হোসেন গুরুতর আহত হয়।
আহত অবস্থায় তাদের উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। আহতদের মধ্যে মোহাম্মদ পরিস্কার রহমানকে আইসিইউতে ভর্তি করা হয়। সেখানে চার দিন চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে নিহতের ছেলে সাহাদত আলী বলেন, আমার শ্বাসকষ্টের সমস্যার জন্য পার্শ্ববর্তি লালপুর উপজেলার রামপাড়া গ্রামের মাহাবুল হোসেনের সিএনজি ভাড়া করে বাবা-মার সাথে রাজশাহীর ল্যাব এইড ডায়াগনষ্টিক সেন্টারে ডাক্তার দেখাতে যাই। ডাক্তার দেখানো শেষে রাতে বাড়ি ফেরার সময় সিএনজি নন্দনগাছি কুটিপাড়া রেলগেটে পৌঁছলে একটি ট্রেনের সাথে ধাক্কালাগে। এতে সিএনজি উল্টিয়ে পাশের খালে পড়ে গিয়ে আমরা সবাই আহত হই।
সে আরও বলেন, এখানে গেটম্যানের ব্যবস্থা থাকলে হইতো এই দুর্ঘটনার শিকারে পড়তে হতো না এবং বাবাকে অকালে হারাতে হতো না।