ডিসেম্বরের মধ্যে শিক্ষার্থীদের ১১ দফা দাবি মানা না হলে জানুয়ারির প্রথম দিন থেকে লাগাতার কর্মসূচির হুঁশিয়ারি দিয়েছে নিরাপদ সড়ক ও হাফ পাশ বাস্তবায়নের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীরা।
শনিবার (১১ ডিসেম্বর) বিকালে রামপুরা ব্রিজের সামনে অবস্থান নিয়ে ছাত্র শিক্ষক অভিভাবক ও শ্রমিক সমাবেশ থেকে এ ঘোষণা দেওয়া হয়।
এসময় বক্তারা বলেন, ডিসেম্বর মাস জুড়ে আন্দোলনরত শিক্ষার্থীদের ১১ দফা দাবির পক্ষে জনসমর্থন আদায়ে গণস্বাক্ষরসহ বিভিন্ন কর্মসূচি পালন করা হবে। ডিসেম্বরের মধ্যে দাবি আদায় না হলে জানুয়ারির প্রথম দিন থেকেই লাগাতার কর্মসূচি পালন করা হবে।
শিক্ষক প্রতিনিধি হিসেবে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক আনু মুহাম্মদ বলেন, হাফ ভাড়ার বিষয়ে সরকার নির্দেশনা দিয়েছে। এটি যেন বাস্তবায়ন হয় সে বিষয়ে সরকারকে লক্ষ্য রাখতে হবে। সড়ক নিরাপদ করতে সরকারকে আরও কার্যকর ভূমিকা রাখতে হবে বলেও মনে করেন তিনি।
সমাবেশে অংশ নিয়ে যাত্রী কল্যাণ সমিতির মহাসচিব মোজাম্মেল হক চৌধুরী বলেন, ঢাকা এবং চট্টগ্রাম মহানগরীতে শিক্ষার্থীদের জন্য বাস ভাড়া হাফ করা হয়েছে। এ বিষয়ে প্রজ্ঞাপন জারির দাবি জানান তিনি। তিনি বলেন, প্রজ্ঞাপন জারি না হলে পরিবহন শ্রমিক ও মালিকরা আরও বেপরোয়া হয়ে উঠবে, তারা আবার নৈরাজ্য সৃষ্টি করবে।