ম্যাচের প্রথমার্ধেই ইউরোজয়ী ইতালির জালে জোড়া হানা কোপা আমেরিকাজয়ী আর্জেন্টিনার। লাউতারো মার্তিনেজের পরে ডি মারিয়ার গোলে ২-০ ব্যবধানে লিড নিয়ে প্রথমার্ধ শেষেই জয়ের আভাস পাচ্ছে আর্জেন্টিনা।
চ্যাম্পিয়নদের চ্যাম্পিয়ন নির্ধারণ হওয়ার লড়াইয়ে ইতালির বিপক্ষে দাপুটে ফুটবল খেলছে আর্জেন্টিনা। ম্যাচের প্রথমার্ধেই জোড়া গোল করে ফেলেছে আলবিসেলেস্তেরা। দুই গোলে এগিয়ে থেকেই বিরতিতে গেলো লিওনেল স্কালোনির শিষ্যরা।
ম্যাচের ২৮ মিনিটে লিওনেল মেসির পাস থেকে প্রথম গোল করেন লাউতারো মার্টিনেজ। আর প্রথমার্ধের অতিরিক্ত যোগ করা সময়ের প্রথম মিনিটে মার্টিনেজের পাস থেকে বুদ্ধিদীপ্ত শটে স্কোরশিটে নাম তুলেছেন অ্যাঞ্জেলো ডি মারিয়া।