মোঃ আনাস মোল্লা, বিশেষ প্রতিবেদকঃ ঢাকা – ১৪ আসনের উপনির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন সাবেক সাংসদ সাবিনা আক্তার তুহিন।
আজ রবিবার বেলা ১২টার দিকে ধানমন্ডি আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয় শত শত নেতাকর্মী নিয়ে উপস্থিত হয়ে সাবিনা আক্তার তুহিন নিজ মনোনয়ন ফরম কিনেছেন।
১৪ জুলাই ঢাকা-১৪ আসনের উপনির্বাচনের ভোটগ্রহণের দিন ধার্য করে তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)।
ঢাকা-১৪ আসনের সাংসদ ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সহ-সভাপতি আসলামুল হক আসলাম গত ৪ এপ্রিল মারা যান। তার মৃত্যুতে আসনটি শূন্য ঘোষণা করে ইসি।