32 C
Dhaka
Tuesday, June 6, 2023

তেরখাদায় ওপেন হাউজ ডে উপলক্ষে আলোচনা অনুষ্ঠিত

সাগর কুমার বাড়ই, তেরখাদা প্রতিনিধি, খুলনা: সকাল ১১ টায়  তেরখাদা উপজেলার বারাসাত ইউনিয়ন তথা আইনশৃঙ্খলার সুষ্ঠু পরিবেশ বজায় রাখতে এলাকার গণ্যমান্য ব্যক্তি, জনপ্রতিনিধি, গ্রাম পুলিশসহ বিভিন্ন শ্রেণী পেশার লোকদের সমন্বয়ে স্থানীয় সরকারি ইখড়ি ফজলুল হক মডেল মাধ্যমিক বিদ্যালয়ের হলরুমে ওপেন হাউস ডে উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। 

তেরখাদা  থানার অফিসার ইনচার্জ মোঃ জহুরুল আলম এর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, থানার ওসি তদন্ত দেবাশীষ দাস, বারাসাত ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সেক্রেটারি কে আলমগীর হোসেন, তেরখাদা প্রেসক্লাবের ক্লাবের সভাপতি খুলনা জেলা জাতীয় সাংবাদিক সংস্থা  (জাসাস ) কমিটির খুলনা বিভাগীয় সিনিয়র সহ-সভাপতি তেরখাদা দুর্নীতি দমন কমিশনের সাধারণ সম্পাদক দৈনিক পূর্বাঞ্চল ও জাতীয় দৈনিক ইত্তেফাক পত্রিকার তেরখাদা প্রতিনিধি সাংবাদিক এস এম মফিজুল ইসলাম জুম্মান, এস আই অনুপ বিশ্বাস, এস আই অমৃত লাল দাস , আওয়ামী লীগ নেতা শেখ রাজামিয়া, এ এস আই মোঃ জামিরুল ইসলাম, ইউপি সদস্য মোঃ পলাশ শেখ । সভায় বিভিন্ন পেশার লোক উপস্থিত ছিলেন । 

ওপেন হাউসডের আলোচনা সভায় সভাপতির বক্তব্য প্রদান কালে তেরখাদা থানার সুযোগ্য অফিসার ইনচার্জ মোঃ জহুরুল আলম বলেন, বারাসাত ইউনিয়ন তথা তেরখাদা উপজেলার সার্বিক আইন-শৃঙ্খলা  পরিস্থিতি ধরে রাখতে সকলের ঐকান্তিক সহযোগিতা কামনা করেন ।

তিনি বলেন, তেরখাদা উপজেলার মানুষ এখন অতীতের থেকে অনেক ভালো আছে। বলা যায়, তেরখাদাবাসী একটি স্বর্ণযুগ অতিক্রম করছে। 

তিনি তেরখাদার বর্তমান আইনশৃঙ্খলা পরিস্থিতি ধরে রাখতে সকলকে সজাগ থাকার অনুরোধ জানান। 

ওসি মোঃ জহুরুল আলম আরো বলেন,  এই জনপদের মানুষ কে ভালো রাখা এবং ভালো থাকার জন্য তেরখাদা থানার পুলিশ প্রশাসন ২৪ ঘণ্টা কাজ করে যাচ্ছে।

এ সম্পর্কিত আরও পড়ুন

Leave a Reply

লেখক থেকে আরো