সাগর কুমার বাড়ই, তেরখাদা (খুলনা) প্রতিনিধি : বৃহত্তর খুলনা জেলার আওতাধীন তেরখাদা উপজেলা প্রশাসনের আয়োজনে এবং মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহযোগিতায় ২৮ শে জুন সকাল ১১ টায় মাদক দ্রব্যের অপব্যাবহার রোধকল্পে সামাজিক আন্দোলন গড়ে তোলার লক্ষ্যে সমন্বিত কর্ম পরিকল্পনা প্রণয়নে এক কর্মশালা তেরখাদা উপজেলা পরিষদের সম্মেলনে কক্ষে অনুষ্ঠিত হয়।
তেরখাদা উপজেলা নির্বাহী অফিসার মোঃ আসাদুজ্জামান এর সভাপতিত্বে অনুষ্ঠিত এ কর্মশালায় প্রধান অতিথির বক্তৃতা করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ শহীদুল ইসলাম।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান তেরখাদা প্রেস ক্লাবের সম্মানিত সদস্য সাংবাদিক মোঃ শারাফাত হোসেন মুক্তি ও মহিলা ভাইস চেয়ারম্যান নাজমা খান।
এ ছাড়াও আরো উপস্থিত ছিলেন সরকারী নর্থ খুলনা কলেজ – তেরখাদা অধ্যক্ষ ( ভারপ্রাপ্ত ) আবু হেনা মোহাম্মদ মনিরুল হক মন্টু, অধ্যক্ষ এস এম মিজানুর রহমান, তেরখাদা থানার ওসি মোঃ জহুরুল আলম, বীর মুক্তিযোদ্ধা ডেপুটি কমান্ডার চৌধুরী আবুল খায়ের ।
কর্মশালায় বিভিন্ন দ্প্তরের অফিসার, গণ্যমান্য ব্যক্তি, সাংবাদিক, শিক্ষক, সুধীবৃন্দ ও উপস্থিত ছিলেন।