২০ শে এপ্রিল ~২০২২ বুধবার খুলনা জেলার তেরখাদা উপজেলায় দুপুর ১২ টার দিকে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে ২০২১-২২ অর্থ বছরে খরিপ-১/২০২২~২৩ মৌসুমে আউশ বৃদ্ধির লক্ষ্যে প্রণোদনা কর্মসূচি বাস্তবায়নে ক্ষুদ্র ও প্রান্তিক চাষীদের মাঝে বিনামূল্যে সার ও বীজ বিতরণ উপলক্ষে এক আলোচনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয় ।
উপজেলা অফিসার্স ক্লাবে আয়োজিত অনুষ্ঠানে জুম কনফারেন্সিং এর মাধ্যমে প্রধান অতিথি হিসেবে বক্তৃতা করেন ১০২ , খুলনা- ০৪ আসনের মাননীয় সংসদ সদস্য বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সিনিয়র সহ সভাপতি বিশিষ্ট শিল্পপতি ক্রীড়া ব্যক্তিত্ব আব্দুস সালাম মূর্শেদী ।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার আবিদা সুলতানা । অনুষ্ঠানে স্বাগত বক্তৃতা করেন উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মোঃ শফিকুল ইসলাম ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তেরখাদা উপজেলা পরিষদের চেয়ারম্যান শেখ শহিদুল ইসলাম , উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান তেরখাদা প্রেসক্লাবের কার্যনির্বাহী কমিটির সম্মানিত সদস্য বিশিষ্ট সাংবাদিক মোঃ শারাফাত হোসেন মুক্তি ও মহিলা ভাইসচেয়ারম্যান নাজমা খান ।
অন্যান্যের মধ্যে আলোচনায় অংশ নেন সিনিয়র উপজেলা মৎস্য অফিসার দিপংকর পাল , উপজেলা পল্লী উন্নয়ন অফিসার রফিকুল ইসলাম , উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার সোহেল রানা , উপজেলা যুব উন্নয়ন অফিসার এস এম বদিউজ্জামান , তেরখাদা প্রেসক্লাবের সভাপতি খুলনা জেলা জাতীয় সাংবাদিক সংস্থা ( জাসাস ) কমিটির সিনিয়র সহ – সভাপতি তেরখাদা দুর্নীতি দমন কমিশনের সাধারণ সম্পাদক দৈনিক পূর্বাঞ্চল ও জাতীয় দৈনিক ইত্তেফাক পত্রিকার তেরখাদা প্রতিনিধি এস এম মফিজুল ইসলাম জুম্মান , উপ-সহকারী কৃষি অফিসার মামুন ও মোঃ কামাল হোসেন ।
পরে ৫৫০ জন ক্ষুদ্র ও প্রান্তিক চাষীদের মাঝে বিনামূল্যে সার ও বীজ বিতরণ করা হয় ।