24 C
Dhaka
Saturday, April 1, 2023

দক্ষিণ আফ্রিকায় সড়ক দুর্ঘটনায় ২ বাংলাদেশির মৃত্যু

দক্ষিণ আফ্রিকার পৃথক স্থানে সড়ক দুর্ঘটনায় সিলেট জেলার জুয়েল আহমদ ও আকবর উদ্দিন নামে ২ বাংলাদেশির মৃত্যু হয়েছে।

জানা যায়, বৃহস্পতিবার দক্ষিণ আফ্রিকার ফ্রি স্টেট প্রদেশের কিম্বার্লি শহরে দোকানের জন্য মালামাল ক্রয় করতে গিয়ে হার্টজোবিল এলাকায় সড়ক দুর্ঘটনায় মারাত্মকভাবে আহত হন জুয়েল আহমেদ।

তাৎক্ষণিক তাকে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার ভোর আনুমানিক ৪টার সময় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।

নিহত জুয়েল আহমদ সিলেটের জেলার গোলাপগঞ্জ উপজেলার ফুলসাইন্দ ইউনিয়নের পিরেরচক গ্রামের উনু মিয়ার ছেলে।

নিহত জুয়েল আহমদের জানাজা হার্টজোবিল এলাকায় অনুষ্ঠিত হবে এবং তার মরদেহ দেশে পাঠানো হবে বলে ঘনিষ্ঠজনরা জানিয়েছেন।

এদিকে বৃহস্পতিবার দক্ষিণ আফ্রিকার নর্দার্নকেপ প্রদেশের আপিংটন রোডে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় আকবর উদ্দিন নামে আরও এক বাংলাদেশি যুবকের মৃত্যু হয়েছে।

নিহত আকবর উদ্দিন সিলেটের বাসিন্দা বলে জানা গেছে।

এ সম্পর্কিত আরও পড়ুন

Leave a Reply

লেখক থেকে আরো