গতকাল রবিবার ১৭ ই এপ্রিল বাদ মাগরিব খুলনা জেলার দিঘলিয়া উপজেলা প্রেসক্লাবের কার্যনির্বাহী কমিটির জরুরী এক সভা উপজেলা চৌরাস্তা মোড়স্ত প্রেসক্লাবের অস্হায়ী কার্যালয়ে প্রেসক্লাব সভাপতি মোঃ হাবিবুর রহমান তারেকের সভাপতিত্বে ও যুগ্ম- সাধারন সম্পাদক গাজী জামসেদুল ইসলাম এর সঞ্চালনায় এক জরুরী সভা অনুষ্ঠিত হয় ।
সভায় ভিডিও কনফারেন্সে যুক্ত হয়ে দিঘলিয়া প্রেসক্লাবের প্রধান উপদেষ্টা ও ১০২ , খুলনা -৪ আসনের মাননীয় সংসদ সদস্য বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সিনিয়র সহ সভাপতি বিশিষ্ট শিল্পপতি ক্রীড়া ব্যক্তিত্ব আব্দুস সালাম মূর্শেদী বলেন , দিঘলিয়া প্রেসক্লবের নতুন ভবন নির্মাণ ও প্রেসক্লাবের জায়গা অবৈধ দখল দারত্বের হাত হতে রক্ষা করতে যা যা করা দরকার আমি করবো ।
আমি দিঘলিয়া প্রেসক্লাবের সাংবাদিকদের সাথে ছিলাম আছি থাকবো ।
সভায় উপস্হিতি সকল সাংবাদিকের মতামত ও আলোচনার প্রেক্ষিতে সম্প্রতি দিঘলিয়া প্রেসক্লাবের কার্যনির্বাহী কমিটির ২) নং সদস্য শেখ মনিরুল ইসলাম ও ৩ ) নং সদস্য মোঃ একরামুল হোসেন লিপুকে দিঘলিয়া প্রেসক্লাবের কমিটির বাহিরে ” দিঘলিয়া উপজেলা প্রেসক্লাব ” নামে নতুন কমিটি গঠন করে সংগঠন বিরোধী কার্যকালাপ করার দায়ে অভিযুক্ত করে দিঘলিয়া প্রেসক্লাবের গনতন্ত্রের ১৭( ক) ধারা মোতাবেক প্রেসক্লাবের সকল পদ থেকে তাদেরকে বহিষ্কার করা হয় ।
ভবিষ্যতে তাদের কোন অপকর্মের দায় দিঘলিয়া প্রেসক্লাব কতৃপক্ষ বহন করবে না বলে সিদ্ধান্ত গৃহীত হয় ।
সভায় অন্যান্যদের মধ্যে উপস্হিত ছিলেন মোঃ রফিকুল ইসলাম বাবু , ফরহাদ কাদির , ওয়াসিফ উল্লাহ হেসাইনী , কে এম আসাদুজ্জামান , মনিরুল মোড়ল , খুলনা জেলা জাতীয় সাংবাদিক সংস্থা ( জাসাস ) কমিটির সাধারণ সম্পাদক কিশোর কুমার দে , সালাহউদ্দীন বাবু , মোঃ মনিরুল ইসলাম , সাংবাদিক এস.এম.শামীম , রানা মোল্লা , তৌহিদ রুপম প্রমূখ ।