সাতক্ষীরায় জেলা বিএনপির সদস্য সচিব চেয়ারম্যান আলিমের বক্তব্যকে কেন্দ্র করে দুইপক্ষের মারামারিতে দলটির প্রস্তুতিমূলক বৈঠক পণ্ড হয়েছে। ২২ জানুয়ারি বিএনপির সাধারণ সভাকে সামনে রেখে শনিবার দুপুর ১২টার দিকে কামালনগরের লেকভিউ রিসোর্ট মিলনায়তনে এ বৈঠকের আয়োজন করা হয়।
বৈঠক সূত্রে জানা গেছে, সম্প্রতি দলের জেলা সদস্য সচিব আব্দুল আলিম স্বেচ্ছাসেবক দলের সভাপতি সোহেল আহমেদ মানিককে একজন কর্মীর বিরুদ্ধে কারণ দর্শানোর নোটিশের পরিপ্রেক্ষিতে আপত্তিকর কথাবার্তা বলেন। বিষয়টি ফেসবুকে ভাইরাল হয়। শনিবারের বৈঠকে জেলা যুবদলের সাধারণ সম্পাদক হাফিজুর রহমান মুকুল বিষয়টি তুলে ধরলে আব্দুল আলিম জবাব দেন।
এ সময় শোকজপ্রাপ্ত স্বেচ্ছাসেবক দলের কর্মী ইসমাইল হোসেনকে মারধর শুরু করেন মানিক সমর্থকরা। ধাক্কাধাক্কি ও চেয়ার নিয়ে দুইপক্ষের মধ্যে মারামারি শুরু হয়। পরে পুলিশ এসে বৈঠকের কার্যক্রম বন্ধ করে দেয়।
এ ব্যাপারে জানতে চাইলে জেলা বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট সৈয়দ ইফতেখার আলী বলেন, বৈঠকে চেয়ারম্যান আব্দুল আলিম ও সোহেল আহমেদ মানিকের মধ্যে কথোপকথনের বিষয়টি উঠে আসে। একটু ঝামেলা হলে মিটিংয়ের কার্যক্রম শেষ করি।