পাবনাঃ- শনিবার (১৬ জানুয়ারি) সকাল ১০টার সময় পাবনার সাঁথিয়ায় জমি নিয়ে সংঘর্ষে দুই যুবক নিহত হয়েছে।
উপজেলার ধোপাদহ ইউনিয়নের নাড়িয়া- গদাই গ্রামে এই ঘটনা ঘটে।
নিহত ব্যক্তিরা হলেন মুন্নাত (৪২) ও নাসির (৪০)। তারা দুজনই একই গ্রামের বাসিন্দা।
ঘটনার বিবরণে এলাকাবাসী ও সাঁথিয়া থানার ওসি আসাদুজ্জামান জানান, দীর্ঘদিন ধরে জমি নিয়ে বাচ্চু ও মোন্নাত গ্রুপের মধ্যে দ্বন্দ্ব চলে আসছিল।
এ নিয়ে শনিবার সকাল ১০টার সময় উপজেলার ধোপাদহ ইউনিয়নের নাড়িয়া- গদাই গ্রামে দুই গ্রুপের সংঘর্ষ বাঁধে। এতে ধারালো অস্ত্রের আঘাতে ঘটনাস্থলে মোন্নাতের মৃত্যু হয়।
এসময় গুরুতর আহত হন নাসির। তাকে উদ্ধার করে সাঁথিয়া সদর হাসপাতালে নেয়া হলে সেখানে কর্তব্যরত চিকিৎসক নাসিরকে মৃত ঘোষণা করেন।
ঘটনাস্থলে পুলিশ মোতায়েন রয়েছে। এই ব্যাপারে মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানান ওসি।