29 C
Dhaka
Thursday, March 23, 2023

দূর্বৃত্তের গুলিতে ব্যাবসায়ী আহত

ঈশ্বরদী প্রতিনিধিঃ ঈশ্বরদী উপজেলার দাশুরিয়া ইউনিয়নের মোড়ে দূর্বৃত্তের গুলিতে কামরুল ইসলাম (২৫) নামে এক ধান-চাল ব্যবসায়ী গুরুতর আহত হয়েছেন।

বুধবার (১১ মে) বিকাল ৫টার দিকে উপজেলার দাশুড়িয়া মোড় সংলগ্ন লতিফ বিশ্বাসের ধানের মিলে এ ঘটনা ঘটে। কামরুল ইসলাম দাশুড়িয়া ইউনিয়নের নওদাপাড়া গ্রামের মোঃ শুকুর আলীর ছেলে।

স্থানীয় বাসিন্দারা বলেন,বিকাল ৫ টার দিকে দুই রাউন্ড গুলির শব্দ শুনে পার্শ্ববর্তী লোকজন গিয়ে দেখতে পান কামরুল ইসলাম গুলিবদ্ধ অবস্থায় পড়ে আছেন। এসময় হেলমেট পরা এক ব্যক্তিকে মটর সাইকেল চালিয়ে দ্রুত পালিয়ে যেতে দেখা যায়। গুলিবিদ্ধ অবস্থায় কামরুল ইসলামকে উদ্ধার করে পাবনা জেনারেল হাসপাতালে নেওয়া হলে তাঁকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন।

ঈশ্বরদী থানার অফিসার ইনচার্জ মোঃ আসাদুজ্জামান আসাদ জানান,আহত কামরুলকে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

এ সম্পর্কিত আরও পড়ুন

Leave a Reply

লেখক থেকে আরো