33 C
Dhaka
Sunday, May 28, 2023

দেয়ালিকা উন্মোচন করতে যাচ্ছে পবিপ্রবি

জহির, ক্যাম্পাস প্রতিনিধি (পবিপ্রবি) : জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ১০২ তম জন্মদিন ও জাতীয় শিশু দিবস উপলক্ষে পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (পবিপ্রবি) দেয়ালিকা উন্মোচন করতে যাচ্ছে।

এই দেয়ালিকায় স্থান পাবে কবিতা, ছোট গল্প, দুর্বল ছবিসহ উল্লেখযোগ্য ঘটনাবলী সম্বলিত লেখা। পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সকল ছাত্র-ছাত্রী, শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারী অংশগ্রহণ করতে পারবেন।

আগ্রহীগণদেরকে ১৬ মার্চ সকাল ১০ ঘটিকার মধ্যে কবিতা, ছোটগল্প, দুর্লভ ছবি সহ উল্লেখযোগ্য ঘটনাবলী সম্বলিত লেখা দেয়ালিকা ও ফেস্টুন উপকমিটির সদস্য সচিব পঙ্কজ কুমার সরকার এর নিকট জমা দেয়ার জন্য বলা হয়েছে।

মহান এই দিবসে পবিপ্রবির এমন উদ্যোগ গ্রহণ করাকে শিক্ষার্থীরা সাধুবাদ জানিয়ে বলেন, বিশ্ববিদ্যালয়ের এমন উদ্যোগ সত্যিই প্রশংসনীয়। আমরা শিক্ষার্থীরা স্বতঃস্ফূর্তভাবে দেয়ালিকা তৈরিতে অংশগ্রহণ করবো।

এ সম্পর্কিত আরও পড়ুন

Leave a Reply

লেখক থেকে আরো