নিখোঁজের এক দিন পর নওগাঁ সদরের গঙ্গাকান্দি গ্রামের একটি বাঁশ ঝাঁড় থেকে চার্জার ভ্যান চালক মোঃ রকি ওরফে সজিবের রক্তাক্ত মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ দুপূর ২টার দিকে তার মৃতদেহ উদ্ধার করা হয়। নিহতের বাড়ি নওগাঁ জেলার আত্রাই উপজেলার মির্জপুর গ্রামে।
নিহতের পরিবার সূত্রে জানা গেছে, সোমবার সকালে চার্জার ভ্যান নিয়ে বাড়ি থেকে বের হোন রকি। রাতে বাড়ি না ফিরলে পরিবারের লোকজন অনেক খোঁজাখুঁজি করেও পাননি।
আজ সকাল থেকে আত্রাই ও রাণীনগর থানা পুলিশের সাথে পরিবারের লোকজন যোগাযোগ করেন। এমতাবস্তায় দুপূরে নওগাঁ সদরের গঙ্গাকান্দি গ্রামের ফাঁকা মাঠের একটি বাঁশ ঝাঁড়ে এক ব্যাক্তির রক্তাক্ত মৃতদেহ পরে রয়েছে। এমন তথ্যের ভিত্তিতে পরিবারের লোকজন ঘটনাস্থলে এসে মোঃ রকি ওরফে সজিবের পরিচয় নিশ্চিত করেন। পরিবারের লোকজন প্রাথমিক ভাবে ধারণা করছে, রকি ওরফে সজিবকে হত্যা করে চার্জার ভ্যান ছিনতাই করা হয়েছে।
নওগাঁ সদর থানার ওসি জানান, তবে অন্য কোন ঘটনা আছে কি না তা ক্ষতিয়ে দেখছে পুলিশ।#