আতাউর শাহ্, নওগাঁ প্রতিনিধিঃ নওগাঁয় নবগঠিত নওগাঁ জেলা শাখার তারেক জিয়া প্রজন্ম দলের পরিচিতি সভা আজ মঙ্গলবার কেডির মোড় বিএনপির দলীয় কার্যালয়ে দুপুর ১২ ঘটিকায় বাংলাদেশ জাতীয়তাবাদী তারেক জিয়া প্রজন্ম দল নবগঠিত নওগাঁ জেলা শাখার নতুন সদস্যদের পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে।
নবগঠিত কমিটির আহবায়ক আব্দুল বারী রাকিবুল তারেক জিয়া প্রজন্ম দল এর সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
নবগঠিত কমিটির সদস্য সচিব মোহাম্মদ মিঠু রহমান এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোঃ হাফিজুর রহমান মাস্টার, আহ্বায়ক জেলা বিএনপি, বিশেষ অতিথি আলহাজ্ব নাসির উদ্দিন যুগ্ম আহ্বায়ক, অ্যাডভোকেট রফিকুল ইসলাম যুগ্ম আহ্বায়ক, নাজমুল হক সনি মেয়র নওগাঁ পৌরসভা, বাইজিদ হোসেন পলাশ সভাপতি জেলা যুবদল, প্রমুখ।
নবগঠিত কমিটির পরিচিতি সভায় বক্তারা নতুন কমিটির সদস্যদের উদ্দেশ্যে বলেন তারেক রহমানকে দেশে ফিরিয়ে এনে বর্তমান সরকারকে আন্দোলন সংগ্রামের মাধ্যমে ক্ষমতা থেকে সরিয়ে জাতীয়তাবাদী দল বিএনপিকে ক্ষমতায় আনার লক্ষ্যে সবাইকে একযোগে কাজ করার জন্য আহ্বান জানান সেই সাথে আসন্ন নওগাঁ সদর পৌর নির্বাচনে বিএনপির মনোনিত প্রার্থীর পক্ষে কাজ করার জন্য নির্দেশ প্রদান করা হয়।#